Hooghly News: জীবনের ঝুঁকি নিয়ে বাদুর ঝোলায় চলছে যাতায়াত! দীর্ঘ আট বছর এই রাস্তায় নেই বাস

Last Updated:

৮ বছর ধরে বন্ধ বাস। অভিযোগ ট্রেকারের দাপটে লাটে উঠেছে বাস পরিষেবা। সেই ট্রেকারে বাদুরঝোলা হয়ে পুরশুড়ার ছত্রশাল থেকে তারকেশ্বরে প্রতিনিয়ত চলছে ঝুঁকির যাত্রা।

+
এখানের

এখানের মধ্যে ঝুলে ঝুলেই চলে যাতায়াত

হুগলি: ৮ বছর ধরে বন্ধ বাস। অভিযোগ ট্রেকারের দাপটে লাটে উঠেছে বাস পরিষেবা। অগত্যা যাতায়াতের একমাত্র ভরসা ট্রেকার। সেই ট্রেকারে বাদুরঝোলা হয়ে প্রতিনিয়ত চলছে ঝুঁকির যাত্রা। ট্রেকারের পিছনে ঝুলে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়াদেরও। পুরশুড়ার ছত্রশাল থেকে তারকেশ্বর রুটে দীর্ঘ ৮ বছর ধরে বাস বন্ধের জেরে ভোগান্তি চরমে। ২৩ কিমি দূরত্বের গুরুত্বপূর্ণ এই রুটে বাস না চলায় ক্ষুব্ধ এলাকার মানুষ। বেপরোয়া গতিতে ট্রেকার চলাচলের জেরে বাড়ছে দুর্ঘটনা।
স্থানীয় মানুষদের দাবি, রাস্তায় বাস নেই তাই যাতায়াতের জন্য ট্রেকারই তাদের ভরসা। সে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হলেও কিছু করার নেই। কারণ এই দীর্ঘ রাস্তা জুড়ে যাতায়াতের আর অন্য যানবাহনই নেই।  এই বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে করতে ঘটছে বিভিন্ন দুর্ঘটনাও। প্রায়শই শোনা যায় চলন্ত ট্রেকার থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। কখনও আবার ট্রেকারের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা। আর গাড়ির স্পিড এতটাই যে চোখের নিমিষে গাড়িগুলো চলে যায়।
advertisement
advertisement
সাধারণ মানুষের অভিযোগ, ট্রেকারের দৌড়াত্ম দিনের পর দিন বেড়েই চলে যায়। কারণ আর অন্য কোন যানবাহন নেই ওই রাস্তায়। স্থানীয় এক বাসিন্দা মুজিবুর মিদ্দা তিনি জানান, সামনেই বর্ষাকাল আসছে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে বর্ষাকালে। গাড়ি স্পিড এতটাই থাকে যে কেউ যদি পড়ে যায় তাহলেও বুঝতে পারে না গাড়ি চালক। গাড়ির মাথায় প্যাসেঞ্জার তুলে নেয়। যখন বৃষ্টি আসে যেভাবে মাল বোঝাই করে ঢাকা দেওয়া হয় সেভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। অতিরিক্ত স্পিডে থাকার জন্য প্রায়ই গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটেছে। স্থানীয় মানুষরা সবাই চাইছেন যাতে ওই এলাকায় আবারও বাস চলুক।
advertisement
বাস মালিক সংগঠনের অভিযোগ, অনুমতি ছাড়াই চলছে ট্রেকার। ইচ্ছা করে বাসের টাইমের আগে ট্রেকার ছাড়ায় বাসে যাত্রী হচ্ছিল না। ট্রেকারের দৌরাত্ম্যে লোকসানের জেরে বাধ্য হয়ে তুলে নেওয়া হয়েছে বাস। যদিও অভিযোগ অস্বীকার করে ট্রেকার মালিক সংগঠনের দাবি, মানুষের পরিষেবা দেওয়ার জন্যই ট্রেকার চলছে। তারাও চায় এই রুটে আবারও বাস চলুক। যদিও বাস ও ট্রেকারের টানাপোড়েনের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ট্রেকারে বেশি ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। অভিযোগ, ট্রেকারগুলি রেষারেষি করে চলাচল করে। এর জেরে জীবন হাতে নিয়েই যাতায়াত করতে হচ্ছে এখানকার মানুষকে। সকলেই চান দ্রুত এই রুটে আবার বাস পরিষেবা চালু হোক।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, তারাও মানুষের পক্ষে। মানুষের যাতায়াতের জন্য বাস চলা খুবই জরুরী। তবে কোন এক অদৃশ্য কারণবশত রাস্তায় বাস চলা বন্ধ। আর যাদের টাকা আছে তারা টেকার কিনে ওই রাস্তায় নামিয়ে দিচ্ছে। এভাবেই চলছে বিপদের ঝুঁকি নিয়ে যান চলাচল।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জীবনের ঝুঁকি নিয়ে বাদুর ঝোলায় চলছে যাতায়াত! দীর্ঘ আট বছর এই রাস্তায় নেই বাস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement