#মুর্শিদাবাদ: ২০২১ সালের ১৭ই ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরনে গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ-২৭জন (Nimtita railway station blast)। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য-রাজনীতি। ঘটনার তদন্তে নামে এনআইএ। তবে এই ঘটনার এক বছর কেটে গেলেও মূল অভিযুক্তরা এখনও অধরা! অভিযুক্তদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছেন বোমা-বিস্ফোরণে আহতেরা। বিক্ষোভে সামিল হয়েছেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন-ও। তবে মেলেনি কোনও সুরাহা (Nimtita railway station blast)।
বিস্ফোরণে কেউ হাত, কেউ পা হারিয়েছেন, স্বাভাবিকভাবেই চলে গিয়েছে কাজ করার ক্ষমতা! চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন নিমতিতা বিস্ফোরণে আহতেরা! তাই আর্থিক সাহায্য ও একটি চাকরির দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দ্বারস্থ হলেন নিমতিতা বোমা বিস্ফোরণকান্ডে আহতেরা। তাঁদের দাবি, শারীরিক সক্ষমতা হারানোয় কাজ করার ক্ষমতা নেই। জাকির হোসেন পাশে থাকলেও সংসার চালানো, পাশাপাশি চিকিৎসা করানো অত্যন্ত । তাই রেলের পক্ষ থেকে সরকারি ক্ষতিপূরণ ও চাকরির দাবি জানান তাঁরা।
আহত বারিক বিশ্বাস বলেন, '' এক বছর হয়ে গেল এখনও মূল অভিযুক্ত ধরা পড়ছে না। কাজ করে সংসার চালানো আমাদের পক্ষে সম্ভব না। জাকির হোসেন আমাদের পাশে থাকলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাইনি। সেইকারনে চিকিৎসাও ঠিকমতো করাতে পারছিনা। আমরা চাই আহত ২৭জনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। আর অভিযুক্তদের গ্রেফতার করা হোক।'' বিস্ফোরণে আহত আমির হোসেন বলেন, '' আমার দুটি পা-ই অক্ষম হয়ে গিয়েছে। কাজ করার ক্ষমতা নেই। এক বছর হয়ে গেল সরকারের পক্ষ থেকে কোনও সাহায্য পাচ্ছি না। আমাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করা হলে খুব উপকার হয়।''
আহতদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন অধীর চৌধুরী। তিনি বলেন, '' রাজ্য সরকারের পক্ষ থেকে যেটুকু আর্থিক ক্ষতিপূরন দেওয়া হয়েছিল, তাতে চিকিৎসা করা ও সংসার চালানো সম্ভব না। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আহতদের চাকরি, অঙ্গ প্রতিস্থাপন ও মাসে-মাসে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেওয়া হোক।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।