#কলকাতা: নিমতিতা বিস্ফোরণকাণ্ডে ধৃত সাহিদুল ইসলাম ওরফে কেমিক্যাল সাহিদুল ও আবু সামাদকে জেরা করে নয়া চাঞ্চল্যকর তথ্য সিআইডি হাতে | সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণকাণ্ডের ঘটনায় সাহিদুল স্বীকার করেছে মন্ত্রী জাকির হুসেনের সঙ্গে তার পুরোনো শত্রুতা ছিল | কারণ সাহিদুলের বিরুদ্ধে একাধিক মামলা করেছিল জাকির | সুতি এলাকার বাসিন্দা হয়েও গত দশ বছর ধরে অসম, কখনও ওড়িশা সহ একাধিক স্থানে পালিয়ে থাকতে হয়েছিল সাহিদুলকে | ফলে সাহিদুলের পুরোনো রাগ থেকে প্রতিহিংসাবশত সে মন্ত্রী উপর এই হামলা করে বলে জেরায় দাবি সিআইডি কাছে|
সিআইডি সূত্রে খবর, সাহিদুল বোমা তৈরির একাধিক কৌশল জানত বলে দাবি সিআইডির | এর আগেও তার নামে বহু ক্রিমিনাল এক্টিভিটি রয়েছে| এর আগেও বোমা ছোড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে | বোমা বাধা কাজ সাহিদুল আগেও করেছে বলে দাবি সিআইডির | বোমা তৈরির একাধিক কৌশল সে জানে বলে দাবি সিআইডির | তবে প্রশ্ন উঠছে, নিমতিতা বিস্ফোরণকাণ্ডে যে ধরণের বোমা ব্যবহার হয়েছিল তার মেকানিজম বা বোমা তৈরির নয়া অত্যাধুনিক নকশা কোথা থেকে সে শিখল ? নাকি বোমা তৈরির কৌশলের পিছনে কোনও জঙ্গি সংগঠনের আইডিয়া আছে ?
সিআইডি সূত্রে খবর, বোমার মেকানিজাম জানার জন্য ফরেনসিক রিপোর্ট অতন্ত্য গুরুত্বপূর্ণ | ফরেনসিক রিপোর্ট পেলে বোঝা যাবে আদতে ওই বোমা তৈরির অভিনব নকশা বা কৌশল শুধু মাত্র সাহিদুলের আইডিয়া, নাকি এর পিছনে রয়েছে কোনও জঙ্গি সংগঠনের আইডিয়া কাজ করেছে | এর পিছনে আর কেউ আছে কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে সিআইডি | সাহিদুলের পুরোনো এই রাগ প্রতিহিংসার প্রতিফলন কেন মন্ত্রী জাকিরের উপর এখন হটাৎ হল? কেন এত বছরে সেই রাগ মেটায়নি? তাহলে কী সহিদুলের পিছনে অন্য কোনও মাথা রয়েছে? এসব বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি তদন্তকারীরা |
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jakir Hossain, Nimtita