নিমতার রাখির ‘ক্ষিদ্দা’ তাঁর মিনি বাস চালক মা, সাঁতারে জোড়া পদক জিতলেন মেয়ে

Last Updated:

নিমতার সেই প্রতিমা পোদ্দারের লড়াইয়ে অনুপ্রাণিত তাঁর মেয়ে। অনুপ্রাণিত ছক ভাঙা জীবন থেকে বেরিয়ে নতুন কিছু করতে। জাতীয় স্তরের ডাইভিং প্রতিযোগিতায় জোড়া পদক জিতে, সেই পথেই এগোলেন প্রতিমা পোদ্দারের মেয়ে রাখি।

#নিমতা: কোনির ছিল ক্ষিদ্দা। নিমতার রাখি পোদ্দারের ক্ষিদ্দা তাঁর মা। সংসার টানতে মিনিবাসের স্টিংয়ারিং ধরতে হয়েছে রাখির মা প্রতিমা পোদ্দারকে। মায়ের লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে, জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন বছর বাইশের রাখি।
পরিবারের স্টিয়ারিং ধরে রাখতে, সরকারি বাসের স্টিংয়ারিংয়ে হাত রেখেছেন মা। লড়াই করেছেন সমাজের তৈরি করে দেওয়া রীতি-নীতির সঙ্গে। নিমতার সেই প্রতিমা পোদ্দারের লড়াইয়ে অনুপ্রাণিত তাঁর মেয়ে। অনুপ্রাণিত ছক ভাঙা জীবন থেকে বেরিয়ে নতুন কিছু করতে। জাতীয় স্তরের ডাইভিং প্রতিযোগিতায় জোড়া পদক জিতে, সেই পথেই এগোলেন প্রতিমা পোদ্দারের মেয়ে রাখি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ছাত্রী রাখি পোদ্দার। সম্প্রতি পঞ্জাবের জলন্ধরে আয়োজিত অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে অংশ নেন। জিতে নেন জোড়া পদকও। এক মিটার স্প্রিংবোর্ড ডাইভিং-এ সিলভার। দশ মিটার হাইবোর্ড ডাইভিং-এ ব্রোঞ্জ। জোড়া পদকজয়ী রাখির জীবনে ক্ষিদ্দা তাঁর বাস ড্রাইভার মা-ই।
advertisement
advertisement
যাদবপুরে অঙ্ক নিয়ে পড়াশোনা। সঙ্গে দিনে দু'বেলা ড্রাইভিং প্রশিক্ষণ। একার হাতে চাপ সামলাতেও মা-বাবার লড়াই অনুপ্রেরণা রাখির।
রোজ সকালে নিমতা-হাওড়া রুটে মিনিবাস ছোটান প্রতিমা পোদ্দার। কনডাক্টরের দায়িত্বে স্বামী শিবেশ্বর পোদ্দার। স্বামী-স্ত্রীর হাড়ভাঙা খাটনিতেই এগোয় পরিবারের চাকা।
নিমতার পোদ্দার পরিবারে স্বাচ্ছন্দ কোনওদিনই ছিল না। আজও নেই। তবুও মা-বাবার খাটনি কমাতে সরকারি চাকরির স্বপ্ন দেখেন বছর বাইশের রাখি। স্বপ্নপূরণের আশায় অঙ্ক কষেন যাদবপুরে। স্বপ্নপূরণের আশায় ঝাপিয়ে পড়েন জলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিমতার রাখির ‘ক্ষিদ্দা’ তাঁর মিনি বাস চালক মা, সাঁতারে জোড়া পদক জিতলেন মেয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement