Nil Sasthi 2023|| বছরের শেষ শিবের ব্রত! নীল ষষ্ঠীতে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের লম্বা লাইন
- Published by:Shubhagata Dey
Last Updated:
পূণ্য তিথিতে আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে চন্দ্রচূড় মন্দিরে ভিড় দেখা গেল ভক্তদের।
আসানসোল: বছরের শেষ লগ্নে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যেমন চড়ক উৎসব পালিত হচ্ছে, তেমনভাবে এ দিন বাংলা জুড়ে পালিত হচ্ছে নীল ষষ্ঠী। শিব ভক্তদের কাছে যা অন্যতম পূণ্য তিথি। এই পূণ্য তিথিতে আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড়। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের ভিড়। সকাল থেকে ভক্ত সমাগম শুরু হলেও, বেলা পর্যন্ত ভক্তদের নীল ষষ্ঠী ব্রত পালনে চন্দ্রচূড় শিব মন্দিরে আনাগোনা লেগেছিল।
প্রসঙ্গত, জেলার অন্যতম পুরনো এবং বড় শিব মন্দির আসানসোলের চন্দ্রচূড় মন্দির। সারা বছরই এই মন্দিরে শিব ভক্তদের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে শিব পুজোর বিশেষ দিন গুলিতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। যার মধ্যে অন্যতম শ্রাবণ মাসের সোমবার। পাশাপাশি শিবরাত্রিতে তিথিতে চন্দ্রচূড় মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তদের সমাগম হয়। শিবভক্ত গৃহিণীদের কাছে নীল ষষ্ঠী অন্যতম একটি পুণ্য তিথি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ, বইছে 'লু'! সপ্তাহান্তে দিঘা যাওয়ার প্ল্যান? আজই জানুন পূর্বাভাস
এ দিন সংসারের মঙ্গল কামনায় বহু মানুষ ভগবান শিবের কাছে আরাধনা করেন। সেই উপলক্ষে এ দিন ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দিরে।
উল্লেখ্য, আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দিরকে নিয়ে অনেক রকম কাহিনী প্রচলিত রয়েছে। তবে সবথেকে বেশি যে কাহিনী লোকমুখে ঘুরে বেড়ায়, তা হল কোনও একজন কৃষক মাঠে লাঙল চালাতে গিয়ে এই শিবলিঙ্গ উদ্ধার করেন। তারপর সেটিকে প্রতিষ্ঠা করা হয়। তৈরি করা হয় মন্দির। মন্দির তৈরির পর থেকে প্রতিদিন বেড়েছে ভক্ত সমাগম। মন্দির পরিচালনার জন্য রয়েছে বিশেষ কমিটি। নীল ষষ্ঠী পালনের জন্য ভক্ত সমাগমের কথা মাথায় রেখে বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিল মন্দির পরিচালন কমিটি।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nil Sasthi 2023|| বছরের শেষ শিবের ব্রত! নীল ষষ্ঠীতে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের লম্বা লাইন