West Burdwan News : ফিরতে রাত হলেও আর চিন্তা নেই, সহজেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে... চালু হচ্ছে নাইট বাস সার্ভিস

Last Updated:

নাইট সার্ভিস বাস পরিষেবা চালু হলে আসানসোল স্টেশন থেকে কুলটি, জামুরিয়া, বরাকরসহ শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছানো আরও সহজ হয়ে উঠবে।

+
আসানসোলে

আসানসোলে চালু হচ্ছে রাত্রিকালীন বাস পরিষেবা।

আসানসোল, পশ্চিম বর্ধমান : রাতে এসে স্টেশনে নামলেও আর কোনও চিন্তা থাকবে না। খুব সহজে বাড়তি টাকা খরচ না করে পৌঁছে যাওয়া যাবে নিজের গন্তব্যে। রাতের সফর আরও সুরক্ষিত হবে। কারণ আসানসোল পুরসভার উদ্যোগে শহরে চালু হচ্ছে রাত্রিকালীন বাস পরিষেবা। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের সহযোগিতায় এই পরিষেবা দ্রুত শুরু হবে শহরে।
পুরসভা সূত্রে খবর, চার কোটি টাকা ব্যয় করে এই পরিষেবা চালু করা হবে। পুরসভার উদ্যোগে দু-টি বাস নামানো হবে শহরে। পাশাপাশি আরও ১০ টি বাস চাওয়া হয়েছে এসবিএসটিসি কর্তৃপক্ষের কাছে। যে সমস্ত বাসগুলি আসানসোল স্টেশন থেকে শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেবে। মূলত রাতে শহরে যাতায়াত করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই এই পদক্ষেপ।
advertisement
advertisement
আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, অনেক সময় স্টেশনে নেমে যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। বাড়তি থাকা খরচ করে গাড়ি বুক করতে হয়, অথবা অটো রিজার্ভ করতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি দিতে এই বাস পরিষেবা চালু করা হবে। রাত দশটা থেকে সকাল ছ’টা পর্যন্ত এই বাসগুলি পরিষেবা দেবে শহরের বিভিন্ন প্রান্তে।
advertisement
নাইট সার্ভিস বাস পরিষেবা চালু হলে আসানসোল স্টেশন থেকে কুলটি, জামুরিয়া, বরাকরসহ শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছানো আরও সহজ হয়ে উঠবে। আবার রাত্রিকালীন বাস পরিষেবা হলেও, তার জন্য যাত্রীদের বেশি ভাড়া গুনতে হবে না। ফলে সবদিক থেকেই সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি সরকারি বাসে যাতায়াত করা আরও সুরক্ষিত হয়ে উঠবে। পুরসভার এই পরিকল্পনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের প্রত্যেকটি মানুষ। সকলেই চাইছেন দ্রুত এই পরিষেবা শুরু হোক।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News : ফিরতে রাত হলেও আর চিন্তা নেই, সহজেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে... চালু হচ্ছে নাইট বাস সার্ভিস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement