NIA Bhupatinagar Blast Case: ‘বিজেপির থেকে সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে NIA’, বড় চক্রান্ত ফাঁস কুণাল-চন্দ্রিমার

Last Updated:

NIA Bhupatinagar Blast Case: ভূপতিনগরের বাসিন্দা মহিলাদের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

কুণাল ও চন্দ্রিমার এনআইএর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
কুণাল ও চন্দ্রিমার এনআইএর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
ভূপতিনগর: বিজেপি-এনআইএ-র চক্রান্ত ফাঁস! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ভূপতিনগর পৌঁছলেন, সেখানকার মহিলাদের অভিযোগ তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে। বিজেপি ও এনআইএ-র মধ্যে যোগসাজশ ও ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর আজই ভূপতিনগর যান তৃণমূল কংগ্রেসের দুই নেতা চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ।
তাঁরা সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ‘এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তদন্ত ও অভিযানের নামে তাঁদের উপর যে কী ভয়ঙ্কর অত্যাচার করেছেন, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের নেতৃত্বের সামনে তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিশেষ করে সেখানকার মহিলারা।’
আরও পড়ুন: অনলাইনে পাসপোর্টের নাম এবং ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে? জেনে নিন ধাপে ধাপে, খুব সহজ নিয়ম
ভূপতিনগরের বাসিন্দা মহিলাদের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই মহিলাদের অভিযোগ, সিআইএসএফ এবং এনআইএ আধিকারিকরা ভোর-রাতে জোর করে তাঁদের ঘরের ভিতর ঢুকে পড়েন। তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, শারীরিক নিগ্রহ করেন এবং শ্লীলতাহানি করেন।
advertisement
advertisement
রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গোপনে এক উচ্চপদস্থ এনআইএ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে সন্দেহজনক একটি সাদা প্যাকেট দেওয়া-নেওয়া করা হয়। শাসকদলের পক্ষ থেকে সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ যদি এই ঘটনা অস্বীকার করেন, তাহলে দলের তরফে ওই বিজেপি নেতার সেদিন ওই এনআইএ আধিকারিকের বাসভবনে উপস্থিত থাকার প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIA Bhupatinagar Blast Case: ‘বিজেপির থেকে সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে NIA’, বড় চক্রান্ত ফাঁস কুণাল-চন্দ্রিমার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement