#কল্যাণী: গাফিলতির জেরে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা, কল্যাণী একটি বেসরকারি হাসপাতালের ঘটনা। অভিযোগ গতকাল চাকদহ কেবিএম এর বাসিন্দা তপতী ঘোষ কন্যা সন্তানের জন্ম দেন। সুস্থ ছিল মা ও তার শিশু দাবি পরিবারের।
কিন্তু হঠাৎ করে আজ ভোরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় শিশুর অবস্থা খারাপ এবং হাসপাতালে এসে জানতে পারেন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ শিশুকে দুধ খাওয়াতে গিয়ে গাফিলতিতেই এই মৃত্যু। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।
ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের চরম শাস্তির দাবি করেছেন পরিবারের লোকেরা। এবং বিষয়টি নিয়ে তারা আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Medical Negligence, Newborn Baby