New Year Eve Traffic: বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তা মেট্রো স্টেশন জুড়ে! কখন শেষ মেট্রো চলবে?

Last Updated:

New Year Eve Traffic: বর্ষবরণের রাতে এবার কড়া নিরাপত্তা মেট্রো স্টেশন জুড়ে৷ অন্যান্য বারের মতই এবারও কড়া নজরদারি চালানো হবে সব মেট্রো স্টেশনে। বিশেষ নজর যে সব জায়গায় তা হল, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন ও টালিগঞ্জে৷

কখন শেষ মেট্রো চলবে?
কখন শেষ মেট্রো চলবে?
কলকাতাঃ বর্ষবরণের রাতে এবার কড়া নিরাপত্তা মেট্রো স্টেশন জুড়ে৷ অন্যান্য বারের মতই এবারও কড়া নজরদারি চালানো হবে সব মেট্রো স্টেশনে। বিশেষ নজর যে সব জায়গায় তা হল, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন ও টালিগঞ্জে৷ পাশাপাশি হাওড়া স্টেশন ও শিয়ালদহ মেট্রো স্টেশনেও চলবে কড়াকড়ি।
আরও পড়ুনঃ বর্ষশেষের রাতে বন্ধ শহরের একাধিক রাস্তা! বাড়ি থেকে বেরনোর আগে মিলিয়ে নিন তালিকা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ব্লু লাইনে যাত্রীদের যথেষ্ট চাপ থাকে। যে কোনও অনুষ্ঠান, উৎসবের দিনে এই রুটে যাত্রীদের চাপ আরও বাড়ে। আজ বর্ষবরণের রাতে সেই অতিরিক্ত চাপ থাকবে বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। আজ এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন স্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি থাকবে। সেই হিসেবে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। বিশেষ করে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনকে নিরাপত্তার ক্ষেত্রে কার্যত মুড়ে রাখা হচ্ছে।এইসব স্টেশনে অতিরিক্ত আরপিএফ বাহিনী থাকছে।
advertisement
advertisement
প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর ও স্টেশনের বাইরেও নিরাপত্তার কড়াকড়ি থাকবে। আজ বিকেলের পর থেকে ভিড় নিয়ন্ত্রণ করা অন্যতম উদ্দেশ্য। সেই কথা জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। মহিলা, শিশুদের নিরাপত্তার দিকেও কড়া নজর থাকবে। প্রতি বছর এই দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়ে। সন্ধের পর রীতিমতো জনপ্লাবণ দেখা যায়। বিগত বছরগুলিতে ছোটখাটো ঝুটঝামেলাও দেখা গিয়েছে এই স্টেশনে। এবার পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার এবং কর্মী মোতায়েন করা হবে৷ একজন সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের সমন্বয়ে একটি বিশেষ দল গঠিত হয়েছে। সেই দলে দুজন মহিলাও থাকছেন। ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও থাকবে নিরাপত্তা। এই দলটি যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। এছাড়াও সিসিটিভি মাধ্যমে প্রতি মুহূর্তে সব কিছু নজরদারি চলবে। যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ছটি মেট্রো চালানো হবে রাতে। নির্দিষ্ট সময়ের পরও আজ রাতে মেট্রো চালানো হবে।তাছাড়া মেট্রো রেক যদি কোথাও সমস্যা করে তা দেখার জন্য টেকনিক্যাল টিমকেও কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেশনে রাখা হবে। যাতে তারা সমস্যার আশু সমাধান করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Year Eve Traffic: বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তা মেট্রো স্টেশন জুড়ে! কখন শেষ মেট্রো চলবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement