East Bardhaman News: বর্ধমান রমনাবাগানে নতুন অতিথি, এল দুই চিতাবাঘ ও ১৮ প্রজাতির পাখি
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
এবার নতুন অতিথি বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্কে। নিয়ে আসা হয়েছে দুটি চিতাবাঘ এবং ১৮ টি নতুন প্রজাতির পাখি।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: এবার নতুন অতিথি এল বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্কে। নিয়ে আসা হয়েছে দুটি চিতাবাঘ এবং ১৮ টি নতুন প্রজাতির পাখি। বৃহষ্পতিবার বিশ্ব পরিবেশ দিবসের দিনে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানো হয় এই নতুন অতিথিদের। বর্ধমান বনদফতর সূত্রে জানা গিয়েছে, এই চিতাবাঘ দু’টিকে জলদাপাড়া থেকে নিয়ে আসা হয়েছে বর্ধমানে এবং দুটি বাঘই মেয়ে। তাদের বয়স আনুমানিক প্রায় ৫ বছর। প্রায় ৮ মাস আগে পাঠানো প্রস্তাবে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় জু অথরিটি বর্ধমানের রমনাবাগানে এই দু’টি চিতাবাঘ পাঠিয়েছে।
যদিও এই দুটি বাঘ আসার আগে রমনাবাগানে তিনটি চিতাবাঘ ছিল। তিনটির মধ্যে দু’টি পুরুষ ও একটি মেয়ে। তবে এবার বর্ধমানের রামনাবাগানে মোট চিতাবাঘের সংখ্যা হল পাঁচ।
advertisement
নতুন এই দুটি চিতাবাঘের আগে নাম ছিল শিবানী এবং মনা। তবে এবার বর্ধমানে নিয়ে আসার পর বিশ্ব পরিবেশ দিবসের দিনে দেওয়া হল নতুন নাম। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “চিতাবাঘের নাম দেওয়া হয়েছে একটা প্রিয়া এবং আরেক জনের নাম শ্রেয়া। আর একটা পুরুষ চিতাবাঘের নাম দেওয়া হয়েছে প্রতাপ। আগের থেকে এই জায়গা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।”
advertisement
রমনাবাগানে যে ১৮ টি নতুন প্রজাতির পাখি নিয়ে আসা হয়েছে তার মধ্যে ৪টি লুটিনো প্যারাকিট ও ১৪টি ককাটিয়েল পাখি। জানা গিয়েছে এই পাখিগুলি নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে। স্বাভাবিক ভাবেই এই নতুন অতিথিদের আগমনে আরও আকর্ষণীয় হয়ে উঠল বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্ক। বর্ধমানের পরিবেশপ্রেমী নামে পরিচিত অর্ণব দাস বলেন, “সৌন্দর্য দিন দিন বাড়ছে। এটা খুব ভাল একটা বিষয়। এটা সকলের কাছে একটা আনন্দের খবর।”
advertisement
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমানের রমনাবাগানে আয়োজন করা হয়েছিল একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির। বৃহস্পতিবার সাইকেল র্যালি, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রশন্ন লোহার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বন আধিকারিক সঞ্চিতা শর্মা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বনাধিকারিক সঞ্চিতা শর্মা বলেন, “আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে।”
advertisement
এছাড়াও এই উদ্যানে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হিপোপোটেমাস নিয়ে আসার চিন্তাভাবনাও রয়েছে। যেরকম ভাবে অ্যাপ্রুভাল আসবে সেইমত কাজ হবে বলেই জানানো হয়েছে। “ইতিমধ্যেই এখন অনেকেই কৌতূহলের সঙ্গে ভিড় জমাচ্ছেন বর্ধমানের রমনাবাগানে। নতুন অতিথিদের আগমনে চরম খুশি বহু সাধারণ মানুষ।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমান রমনাবাগানে নতুন অতিথি, এল দুই চিতাবাঘ ও ১৮ প্রজাতির পাখি
