Purulia News: বেঁচে থাকতেই বলেছিলেন পদ্মশ্রী পাবেন, মিলে গেল নেপাল সূত্রধরের কথা! গর্বিত চড়িদা গ্রাম
- Published by:Debamoy Ghosh
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
স্বামীর এই সাফল্যে খুশি নেপাল সূত্রধরের স্ত্রী সুন্দরা সূত্রধর। বিয়ের পর থেকেই স্বামীকে দেখেছিলেন ছৌ মুখোশ তৈরি ও ছৌ নৃত্য করতে।
পুরুলিয়া: ছেলেবেলা থেকেই নেপাল সূত্রধরের ছৌ নৃত্য ও ছৌ মুখোশের প্রতি ঝোঁক ছিল। বাবা ঠাকুরদার কাছে ছৌ মুখোশ বানানোর প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি আর ছৌ নৃত্যের হাতেখড়ি হয়েছিল মায়ের কাছে। নেপাল সূত্রধরের এই সাফল্যে খুশি তাঁর সন্তানরা। তবে তাঁদের একটাই কথা, বাবা যদি বেঁচে থাকতেন তাহলে এই খুশি আরও দ্বিগুণ হয়ে যেত।
বেঁচে থাকাকালীন নেপাল সূত্রধর নিজেই অনেকবার তিনি বলেছিলেন পুরস্কার তিনি পাবেনই। তাঁর সেই দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। এ খুশির দিনেও চোখে জল নিয়ে নেপাল সূত্রধরের জন্য গর্বে বুক ভরে যাচ্ছি তার সন্তানদের।
advertisement
advertisement
স্বামীর এই সাফল্যে খুশি নেপাল সূত্রধরের স্ত্রী সুন্দরা সূত্রধর। বিয়ের পর থেকেই স্বামীকে দেখেছিলেন ছৌ মুখোশ তৈরি ও ছৌ নৃত্য করতে। সদা সর্বদাই স্বামীর পাশে থেকেছেন তিনি। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে অনেকখানি ভেঙে পড়েছেন সুন্দরাদেবী। তবে আজ এই আনন্দের দিনে স্বামীর জন্য গর্বে বুক ভরে যাচ্ছে তার। স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চোখের জলে।
advertisement
নেপাল সূত্রধরের জীবদ্দশাতে পরিবার সহ ঘনিষ্ঠ মহলে বলে গিয়েছিলেন পদ্মশ্রী তিনি পাবেনই। তার সেই কথাই সত্যি হল। পুরস্কার পেলেন বটে, কিন্তু তা তিনি পেলেন মৃত্যুর পর। সেই মরণোত্তর পদ্মশ্রীতেই খুশি তাঁর পরিবার। খুশি উপচে পড়ছে বাঘমুন্ডির চড়িদা গ্রামে। খুশির আনন্দে মেতেছে ছৌ ভূমি পুরুলিয়া।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বেঁচে থাকতেই বলেছিলেন পদ্মশ্রী পাবেন, মিলে গেল নেপাল সূত্রধরের কথা! গর্বিত চড়িদা গ্রাম