শ্লীলতাহানিতে বাধা দিয়ে আক্রান্ত পরিবার
Last Updated:
#বনগাঁ: পরিবারের মহিলার সম্মান রক্ষা করতে গিয়ে আক্রান্ত গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা ইসলামপুরে। শুক্রবার বিকালে প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে এক স্থানীয় ব্যক্তি। তাঁর পরিবার আটকাতে গেল অভিযুক্ত ব্যক্তি দলবল নিয়ে তাদের আক্রমণ করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পরিবারের চার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগকারী গৃহবধূ অপর্ণা ভট্টাচার্য জানিয়েছেন, এদিন বিকাল চারটে নাগাদ তিনি স্নান সেরে ঘরে ফেরার পর প্রতিবেশী শঙ্কর চক্রবর্তী তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার শুনে ছুটে আসেন মহিলার স্বামী বিশ্বজিৎ ভট্টাচার্য। তখন তাঁর হাত ছাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত। পরে অভিযুক্ত শঙ্কর তার দুই ভাই অমর, সঞ্জয় তাদের স্ত্রীকে নিয়ে অপর্ণাদের বাড়িতে আসেন। অভিযোগ, দাঁ, লাঠি, বাঁশ রড নিয়ে বেধড়ক মারধর করা হয় অপর্ণা, তাঁর স্বামীকে। নিগ্রহের হাত থেকে বাদ যাননি অপর্ণার বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধার হাতে দা-য়ের কোপ মারা হয় বলে অভিযোগ। নিস্তার পায়নি দুধের শিশুও। বাঁশের আঘাত এসে পড়ে তার উপরও। পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে থানায় অভিযোগ জানান নিগৃহীতা। স্থানীয়রাই আহত পরিবারটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। গোপালপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2018 9:15 PM IST