NDRF Training: হঠাৎ বিপদ হলে কীভাবে উদ্ধার? হাতে-কলমে শেখাল এনডিআরএফ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
NDRF Training: হঠাৎ দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, যেমন হাত-পা কেটে গেলে বা ভাঙলে কি করা উচিত তার প্রশিক্ষন দেওয়া হয়
হুগলি: হঠাৎ বিপদে পড়লে করণীয় কি? বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ তা হাতে-কলমে শেখানো হল ছাত্র-ছাত্রীদের। অপৎকালীন সময়ে কি করা উচিত সেই প্রশিক্ষণ দেওয়া হল ছাত্রছাত্রীদের দেওয়া হল। এনডিআরএফ সেকেন্ড ব্যাটেলিয়ন কলকাতার পক্ষ থেকে এই স্কুল নিরাপত্তা কর্মসূচি পালন করা হল পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলে।
মূলত স্কুলে আসা ছাত্রছাত্রীরা হঠাৎদুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, যেমন হাত-পা কেটে গেলে বা ভাঙলে কি করা উচিত তার প্রশিক্ষন দেওয়া হয়। পাশাপাশি হঠাৎ বন্যা হলে, ঝড়ে কোন ক্ষতি হলে এবং নদির বাঁধ ভাঙলে নির্ভয় হয়ে কিভাবে তারা নিজেদের এবং নিজের পরিবারের লোকজনকে সুরক্ষিত রাখবেন এবং সেই বিপর্যয় কিভাবে মোকাবিলা করবে, সেই সমস্ত বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
advertisement
এই প্রশিক্ষণের গোটা দায়িত্ব ছিল বিপর্যয় মোকাবিলা দল। ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই দিন। আরামবাগ মহকুমার বিভিন্ন স্কুলে এই স্কুল নিরাপত্তা কর্মসূচি পালন করা হচ্ছে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2024 8:49 PM IST