ঝিরিঝিরি বৃষ্টিতেই নবপত্রিকা স্নান, মহাসপ্তমী জমজমাট

Last Updated:

Durga Puja Saptami: সপ্তমীর সকালে নদিয়ার বিভিন্ন পুকুর ও গঙ্গার ঘাটে আয়োজিত হল নবপত্রিকা স্নান

+
সপ্তমীতে

সপ্তমীতে নবপত্রিকা স্নান বিভিন্ন ঘাটে

নদিয়া: মাজদিয়ার মাথাভাঙ্গা নদীতে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি এবং বাড়ির পুজোর নব পত্রিকা স্নানের মাধ্যমে দুর্গাপুজোর সুচনা হল। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর দুর্গাপুজোতে মেতে উঠেছেন আপামর বাঙালি।
শিশু থেকে বৃদ্ধজন প্রত্যেকেরই মনে উচ্ছ্বাস চরম পর্যায়ে। যদিও রবিবার সপ্তমীর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও সর্বত্র বিভিন্ন নদী ও স্হানীয় পুকুরে নব পত্রিকা স্নান পর্ব চলল।
আরও পড়ুন- Durga Puja 2022: সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের অপূর্ব দৃশ্য দেখতে উপচে পড়া ভিড় বর্ধমানের ঘাটে
নদিয়ার নবদ্বীপ থেকে শুরু করে কৃষ্ণনগর, রানাঘাট থেকে শুরু করে কল্যাণী, মাজদিয়া বিভিন্ন জায়গায় সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান পর্ব চলল। বিভিন্ন পূজা কমিটির সদস্যরা ঢাক ঢোল বাজনা সহকারে নব পত্রিকা স্নান পর্ব চলে।
advertisement
advertisement
ভাগীরথী, চূর্ণি, মাথাভাঙ্গা এবং জলঙ্গী নদীতে নির্দিষ্ট সময়ে নবপত্রিকা স্মাণ করানো হয়। প্রধানত নবপত্রিকা স্নানের মাধ্যমেই দেবীর আগমনের সূচনা করা হয় এমনটাই জানালেন মাজদিয়ার এক পুরোহিত।
নবপত্রিকা বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নটি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয়, নটি উদ্ভিদ। এগুলি হল - কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান।
advertisement
আরও পড়ুন- Durga Puja 2022: আলামগঞ্জ বারোয়ারীর এবছরের থিম রাজস্থানের শিল্প সমৃদ্ধ বাংলার দুর্গা পুজা  
একটি সপত্র কলাগাছের সঙ্গে অপর আটটি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেল-সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝিরিঝিরি বৃষ্টিতেই নবপত্রিকা স্নান, মহাসপ্তমী জমজমাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement