উপরে সবুজ, নীচে গেরুয়া! স্বাধীনতা দিবসে বাঁকুড়া স্টেশনে উঠল উল্টো পতাকা

Last Updated:

পতাকা উত্তোলনের সময় তা উড়তে শুরু করতেই দেখা যায় পতাকার সবুজ অংশ উপরে রয়েছে, নীচে রয়েছে গেরুয়া অংশ

বাঁকুড়া স্টেশন। ফাইল ছবি
বাঁকুড়া স্টেশন। ফাইল ছবি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ স্বাধীনতা দিবসে বাঁকুড়া স্টেশনে উঠল উল্টো পতাকা। নজরে পড়তেই তড়িঘড়ি ফের সোজা করে পতাকা তোলা হয়। ঘটনার কথা কার্যত স্বীকার করে নেয় স্টেশন কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে এদিন রেলের একটি বিভাগের তরফে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ে রেলের ওই বিভাগের আধিকারিকরা পতাকা উত্তোলন করেন। কিন্তু পতাকা উত্তোলনের সময় তা উড়তে শুরু করতেই দেখা যায় পতাকার সবুজ অংশ উপরে রয়েছে, নীচে রয়েছে গেরুয়া অংশ।
advertisement
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার! ‘তৃণমূল করা’র দাবি ধৃতের, কী বলছে শাসকদল?
এই দৃশ্য চোখে পড়তেই তড়িঘড়ি পতাকা নামিয়ে ফের সংশোধন করে তা উত্তোলন করা হয়। কিন্তু ততক্ষণে সেই উল্টো পতাকা উত্তোলনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্টেশন কর্তৃপক্ষের দাবি, বাঁধার ভুলেই এমন ঘটনা ঘটেছে, তবে যথাসম্ভব তাড়াতাড়ি তা সংশোধন করে দেওয়া হয়েছে। জাতীয় পতাকার অবমাননা বলে স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। বাঁকুড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে এদিন রেলের একটি বিভাগের তরফে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে এমনটাই খবর। সেখানেই উল্টো পতাকা ওঠে। নজরে আসতেই তড়িঘড়ি ফের সোজা করে পতাকা তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপরে সবুজ, নীচে গেরুয়া! স্বাধীনতা দিবসে বাঁকুড়া স্টেশনে উঠল উল্টো পতাকা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement