Narendra Modi in Durgapur: বাংলায় পরিবর্তন হলে কোন রাজ্যের মতো হবে? দুর্গাপুরের সভায় 'দুই' উদাহরণ দিলেন মোদি!

Last Updated:

Narendra Modi in Durgapur: ফের মোদির মুখে উঠে এসেছে মুর্শিদাবাদের প্রসঙ্গ।

কী বললেন মোদি?
কী বললেন মোদি?
দুর্গাপুর: বাঙালি আবেগ উস্কে দিতে দুর্গাপুরের জনসভায় জয় মা কালী স্লোগান দিয়ে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবাংলায় শুভেচ্ছাও জানান সবাইকে। সম্প্রতি ভিন রাজ্য বাঙালি আক্রমণের প্রসঙ্গে উল্টে তৃণমূলকেই আক্রমণ করেন প্রধানমন্ত্রীমোদি বলেন, অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূলকান খুলে শুনে রাখুন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ীই পদক্ষেপ করা হবে
advertisement
এদিন ফের মোদির মুখে উঠে এসেছে মুর্শিদাবাদের প্রসঙ্গ। তিনি বলেন, মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলেরাজ্যের পুলিশ পক্ষপাতিত্ব করেআইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বাংলায়, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন নাতৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায়
advertisement
advertisement
এসএসসি দুর্নীতির প্রসঙ্গেও মোদি বলেন, এত শিক্ষক চাকরি হারিয়েছেন তার জন্য দায়ী শুধু তৃণমূলের দুর্নীতি। কোর্টকে পর্যন্ত বলতে হল এটা সিস্টেমেটিক ফ্রড। এই জন্য শুধু শিক্ষকরাই জীবিকা হারাননি, পড়ুয়াদের ভবিষ্যতও সঙ্কটে পড়েছে
advertisement
শাসকদলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল সরকার গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে। তৃণমূল বিদেয় হলে তবেই বাংলায় আসবে উন্নয়ন। পাশের রাজ্য ওড়িশা ও ত্রিপুরাকে দেখুন। বিজেপি সরকার হতেই সেখানে কী পরিবর্তন এসেছে। আমার আর্জি, একবার বিজেপিকে সুযোগ দিন
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi in Durgapur: বাংলায় পরিবর্তন হলে কোন রাজ্যের মতো হবে? দুর্গাপুরের সভায় 'দুই' উদাহরণ দিলেন মোদি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement