Eco Friendly Road: বিদেশের ধাঁচে নদিয়ায় প্রথম পরিবেশবান্ধব রাস্তা! শান্তিপুরে শুরু হয়ে গেল কাজ, উৎসবের মরশুমে জেলাবাসীর জন্য 'উপহার'
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Eco Friendly Road: শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় ও পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের আর্থিক সহায়তায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দে এই কাজের সূচনা হল।
মানিকনগর, নদিয়া , মৈনাক দেবনাথঃ বিদেশে দেখা গেলেও ভারতে এখনও অতটা পরিচিত নয়। দেশে প্রথম ২০২৩ সালের মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না দু’নম্বর ব্লকে পরীক্ষামূলকভাবে ২২ লক্ষ টাকা ব্যয়ে ৩২০ মিটার পরিবেশবান্ধব রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এবার নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে তিনটি রাস্তার নির্মাণকার্য শুরু হল। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় ও পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের আর্থিক সহায়তায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দে এই কাজের সূচনা হল।
প্রধান ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলা এই কাজ দেখতে উপস্থিত হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিপুল সংখ্যক এলাকাবাসী। আদিবাসী নৃত্য সহ বিভিন্ন আতিথেয়তায় গ্রামে কার্যত উৎসবের চেহারা নেয়।
আরও পড়ুনঃ দীপাবলির বাজারে দারুণ ডিম্যান্ড! ঘরে বসে ‘এই’ জিনিস বানিয়েই আয়ের সুযোগ, দিশা দেখাচ্ছেন দৃষ্টিহীনরা
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, ভাগীরথী পার হয়ে মানিকনগর গ্রামে যেতে হয়। জনপ্রতিনিধিদের উপর এখানকার মানুষের একটা চাপা অভিমান ছিল। তাই বিধায়ক হওয়ার পর থেকে ভাল কিছু করার সময় শান্তিপুর বিধানসভার বুথ নম্বর শুরু হওয়া মানিকনগরের কথাই প্রথম মনে পড়ে। স্বাস্থ্যকেন্দ্র, স্টেডিয়াম, রাস্তা, তহবিল এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের সহযোগিতায় মানিকনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক বিভাগ থেকে যেটুকু জানা গিয়েছে, তাতে ১০০০ কেজি প্লাস্টিক পরিশোধন করে ৫৫০ কেজি প্লাস্টিক দানা তৈরি হয়। এই রাস্তায় সেটাই ব্যবহার হচ্ছে। একদিকে পরিবেশের দূষণ রক্ষা ও অন্যদিকে উন্নত প্রযুক্তি পেয়ে এলাকাবাসীরা খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 15, 2025 6:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Eco Friendly Road: বিদেশের ধাঁচে নদিয়ায় প্রথম পরিবেশবান্ধব রাস্তা! শান্তিপুরে শুরু হয়ে গেল কাজ, উৎসবের মরশুমে জেলাবাসীর জন্য 'উপহার'