Bangla News: সততার নজির! ট্রেনের মধ্যে কুড়িয়ে পাওয়া ব্যাগে সাত লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন মহিলা

Last Updated:

Bangla News: কে বলেছে সমাজে আজও ভাল মানুষ নেই? তাহলে এই দুজনকে দেখুন। যারা সাত লক্ষ টাকা হাতে পেয়েও টাকার মালিকের হাতে ফিরিয়ে দিল। এই দৃশ্য দেখার পরে মানুষ মানুষের জন্য এই কথাটা যেন সত্যি তা প্রমাণিত হল আরও একবার।

+
প্রাপকের

প্রাপকের হাতে ব্যাগ ফিরিয়ে দিচ্ছেন মহিলা

আড়ংঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথ: কে বলেছে সমাজে আজও ভাল মানুষ নেই? তাহলে এই দুজনকে দেখুন। যারা সাত লক্ষ টাকা হাতে পেয়েও টাকার মালিকের হাতে ফিরিয়ে দিল। এই দৃশ্য দেখার পরে মানুষ মানুষের জন্য এই কথাটা যেন সত্যি তা প্রমাণিত হল আরও একবার। বেসরকারি ব্যাংকের কর্মরতা নদিয়ার দত্তপুলিয়ার শিল্পা সাধুখা তিনি শিয়ালদহ থেকে আড়ংঘাটা স্টেশনে নামবার উদ্দেশ্য নিয়ে ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি যখন রানাঘাট স্টেশন ছাড়ে তখন শিল্পা দেবী দেখতে পান তার পায়ের কাছে একটি কলেজ ব্যাগ পড়ে আছে।
আরও পড়ুনঃ যুবকদের জন্য বন বিভাগে চাকরির সুযোগ, নেচার ও বার্ড গাইড হিসেবে প্রশিক্ষণ! আবেদন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত
যখন ব্যাগটি তাঁর পায়ে বার বার বাধছে দেখে তখন তিনি তার পাশে দাড়ানো বি এস এফ জোয়ানকে ডেকে বলেন ব্যাগের মালিকের সন্ধান করতে। তখন সেই বিএসএফ জোয়ান ট্রেনের মধ্যে ব্যাগটি দুই হাত দিয়ে উচু করে চিৎকার করে জানতে চান ব্যাগটি কার? কিন্তু মালিকের কোনও সন্ধান না পেয়ে তার ব্যাগের মধ্যে মালিকের ঠিকানা খুজতে গিয়ে ব্যাগের চেন খুলতেই তাদের চক্ষু চড়কগাছ। তারা দেখতে পায় ব্যাগের মধ্যে সাজানো আছে কয়েকটা ৫০০ টাকার বান্ডিল।
advertisement
advertisement
এর পরেই আড়ংঘাটা স্টেশনে নেমে স্টেশন মাস্টারের কাছে গিয়ে পুরো ঘটনাটা বলেন তারা। এরপর বিভিন্ন জায়গায় ফোন করে টাকার মালিকের সন্ধান পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই টাকার মালিক আড়ংঘাটা স্টেশনে আসলে তিনি সমস্ত প্রমান দিলে দত্তপুলিয়ার শিল্পা সাধুখা ব্যাগসহ পুরো সাত লক্ষ টাকা, টাকার মালিক দত্তপুলিয়ার চিরঞ্জীব মন্ডলের হাতে তুলে দেন। টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রমাণ করলেন এখনও মানবিকতা হাড়িয়ে যায়নি পৃথিবী থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সততার নজির! ট্রেনের মধ্যে কুড়িয়ে পাওয়া ব্যাগে সাত লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন মহিলা
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement