Nadia News: বৃন্দাবনের নিধিবন এবার নবদ্বীপ ধামে! দর্শন মিলবে রাধা কৃষ্ণের, রাসে এ কি তাজ্জব ঘটনা

Last Updated:

শুধু তাই নয় মন্ডপের ভিতরে প্রবেশ করা মাত্রই দেখা পাওয়া যাবে সাক্ষাৎ হনুমানের। তাও আবার জীবন্ত!

+
নিধিবনে

নিধিবনে ঘুরে বেড়াচ্ছে স্বয়ং কৃষ্ণ

নবদ্বীপ: নবদ্বীপ ধামের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা শহরে। নবদ্বীপের রাসের অন্যতম ঐতিহ্য বৃহৎ প্রতিমা৷ তারই মধ্যে কয়েকবছর ধরে বৃদ্ধি পাচ্ছে থিমের রমরমা৷
শ্রীবাস অঙ্গন রোড এলাকার জনপ্রিয় সংঘের গণেশ জননী মাতা পুজো এর মধ্যে উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতেও বিভিন্ন থিম ভাবনাতে দর্শককে মুগ্ধ করেছে। পুজো কমিটির দাবি রাশ উৎসবে নবদ্বীপের থিম ভাবনায় যে কটি পুজো কমিটি শুরু করেছিল তাদের পুজো অন্যতম।
এবারে তাঁদের ভাবনা বৃন্দাবনের নিধিবন। বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণ দিয়ে এবার তাঁদের পূজা মন্ডপ তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
শুধু তাই নয় মন্ডপের ভিতরে প্রবেশ করা মাত্রই দেখা পাওয়া যাবে সাক্ষাৎ হনুমানের। তাও আবার জীবন্ত! আসলে এক বহুরূপী শিল্পী সম্পূর্ণ হনুমানের আদলে সেজে রয়েছেন মণ্ডপে। এরপর মণ্ডপের ভিতরে দেখা যাবে নিধিবনের যাবতীয় সমস্ত কিছুই।
যা দর্শনার্থীদের মন জয় করবে বলে আশাবাদী পুজোর কর্মকর্তারা। এছাড়াও মণ্ডপের মূল আকর্ষণ নিধিবনের ভেতরে স্বয়ং রাধা কৃষ্ণ। কখনও তারা করছেন বার্তালাপ কখনও বা তারা ঘুরে বেড়াচ্ছেন গোটা নিধিবন জুড়ে।
advertisement
অনেক দর্শনার্থীই বলছে হঠাৎ করে মণ্ডপে ঢুকে এমন দৃশ্য দেখে তাঁরা প্রথমে খানিকটা হক চকিয়ে গিয়েছিলেন। আসলে বহুরূপীদের সাজানো হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বেশে। যা এক অন্য মাত্রা এনে দিয়েছে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন ঘাটের এই পুজো মণ্ডপে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বৃন্দাবনের নিধিবন এবার নবদ্বীপ ধামে! দর্শন মিলবে রাধা কৃষ্ণের, রাসে এ কি তাজ্জব ঘটনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement