Nadia News: স্কুল মাস্টার পৌঁছে গেলেন পাহাড় চূড়ায়, জয় করলেন হিমাচলের কোয়া রং ২
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ১৩ জুলাই বিকেল চারটে দশ নাগাদ বসন্ত সিংহ রায়, প্রশান্ত সিংহ, পার্থসারথি লায়েক, যদু দেবনাথ এবং সনাতন দাস কোয়া রং ২ সামিট জয় করেন
কৃষ্ণনগর: আবারও স্কুল মাস্টার পৌঁছে গেলেন বরফের চাদরে মোড়া পাহাড় চূড়ায়। এ যেন ‘চাঁদের পাহাড়’-এর ‘শঙ্কর’-এর গল্প। নদিয়ার কৃষ্ণনগরের স্কুল শিক্ষক প্রশান্ত সিংহ একের পর এক পাহাড় চূড়ায় পুঁতেছেন নিজের বিদ্যালয়ের পতাকা। এটাই তাঁর জীবনের নেশা। সেই টানেই আবারও তিনি চ্যালেঞ্জ নিয়ে কোয়া রং ২ (৬২১৩ মিটার) পর্বত শৃঙ্গ জয় করলেন। সঙ্গে ছিলেন বছর ৬৫ র বাংলার অভিজ্ঞ পর্বতারোহী বসন্ত সিংহ রায় ও বাংলার ১০ জন পর্বতারোহী।
অভিজ্ঞ পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বেই হিমাচল প্রদেশের মাউন্ট গিয়া (৬৭৯৪ মিটার) অভিযানে বাংলার ১০ পর্বতারোহী রওনা দিয়েছিলেন। ২৮ জুন এই কঠিন শিখর স্পর্শ করার লক্ষ্য নিয়ে ১১ জনের দলটি ট্রেনে করে কলকাতা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মানালি গিয়ে বাংলার এই দলটি জানতে পারে ভারত-চীন সীমান্ত এলাকায় সুরক্ষার কারণে সেনা কর্তৃপক্ষ মাউন্ট গিয়া অভিযান স্থগিত করে দিয়েছে। হাল ছাড়তে নারাজ বসন্ত সিংহ রায়-সহ গোটা দল শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়, একটি রাস্তা বন্ধ হলেও অন্য রাস্তা তাঁরা খুঁজে নেবেন। সেই মতোই আইএমএফ এর সহযোগিতায় কোয়া রং ২ (৬২১৩ মিটার)-এর প্রশাসনিক অনুমতি নিয়ে বাংলার দলটি অভিযান শুরু করে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ১৩ জুলাই বিকেল চারটে দশ নাগাদ বসন্ত সিংহ রায়, প্রশান্ত সিংহ, পার্থসারথি লায়েক, যদু দেবনাথ এবং সনাতন দাস কোয়া রং ২ সামিট জয় করেন। তাঁদের সহযোগিতার জন্য ছিলেন পাঁচ জন শেরপা। দলের অন্য সদস্যরা বেস ক্যাম্পে অপেক্ষা করছিলেন।
advertisement
হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার সংযোগস্থলে কোয়া রং ২ (৬২১৩ মিটার)। উচ্চতায় সাত হাজার মিটারের কম হলেও, ভৌগোলিক অবস্থানের কারণে খুবই দুর্গম এই শিখর। শুধু তাই নয়, টেকনিক্যালিও কঠিন বটে। প্রতিবন্ধকতা রূপে এখানে রয়েছে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা ও পাথরের দেওয়ালে পাতলা তুষারে ঢাকা পিচ্ছিল পথ। কোয়া রং রেঞ্জে অনেকগুলি শিখর রয়েছে। প্রথমে কোয়া রং ২, এর পর কোয়া রং ৩।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: স্কুল মাস্টার পৌঁছে গেলেন পাহাড় চূড়ায়, জয় করলেন হিমাচলের কোয়া রং ২