Nadia News: আর ঢুকতে পারবে না অনুপ্রবেশকারীরা! বাংলাদেশ সীমান্তে যা করল পুলিশ, এবার আর সাহস হবে না!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: সম্প্রতি ভারত বাংলাদেশের সংঘাত আবহে লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে।
নদিয়া: অবৈধভাবে ভারতে প্রবেশ নিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা সতর্কতা জেলা পুলিশের। বিগত কয়েক মাসের মধ্যে প্রায় ৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা। এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরও কড়া সতর্কতা জারি করল জেলা পুলিশ। বৃহস্পতিবার অনুপ্রবেশকারী গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। সম্প্রতি ভারত বাংলাদেশের সংঘাত আবহে লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে।
ভারতীয় দালাল চক্রের সাহায্য নিয়ে বাংলাদেশি নাগরিকরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়ছে ভারতের ভূখণ্ডে। এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে। পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তখনই ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার হচ্ছে পুলিশের জালে। আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কী কী করা পদক্ষেপ নিতে চলেছে, সেই নিয়ে মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশি নাগরিকরা ভারতের প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতীয় দালালরা।
advertisement
প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএসএফ ও পুলিশের তরফে আলোচনা করা হয়েছিল, কীভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী দমন করা যায়। এর পরে শুরু হয় ধরপাকড়। একদিকে যেমন গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশিদের, অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই অ্যাকশন চলছে পুলিশের তরফে। সর্বোপরি প্রায় ৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে। অন্যদিকে দালালদের গ্রেফতারের সংখ্যাটাও কম নয়। আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ।
advertisement
advertisement
বিএসএফ যেমন কড়া নজরদারি বাড়িয়েছে সীমান্তে, জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে চলছে কড়া নজরদারি। আগামী দিনে বিএসএফ ও পুলিশ একত্রিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দমন করতে চালিয়ে যাবে লাগাতার অভিযান।
—- Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আর ঢুকতে পারবে না অনুপ্রবেশকারীরা! বাংলাদেশ সীমান্তে যা করল পুলিশ, এবার আর সাহস হবে না!