Nadia News: কল্যানীর সরকারি হাসপাতালে জটিল অপারেশন হল বিনামূল্যে! বড় সাফল্য! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Nadia News: এই ধরনের চিকিৎসা করাতে কলকাতামুখী হতে হয়, এবার জেলাতেই হচ্ছে সেই অপারেশন!
নদিয়া: ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে সরকারি হাসপাতালে ব্যয়বহুল জটিল অপারেশন বিনামূল্যে করে সাফল্য। নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে মাইক্রো সার্জারি পদ্ধতির মাধ্যমে স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই অপারেশন করেন রোগীর। এই অপারেশনের পোশাকি নাম ল্যাপারোস্কোপিক স্যাক্রোকলপোপেক্সি। অর্থাৎ কোমরের হাড়ের সঙ্গে যোনি দ্বারের মধ্যে জালির মাধ্যমে সংযোগ স্থাপন।
অন্তত জটিল এই অপারেশন বেসরকারি বিভিন্ন হাসপাতালে করাতে গেলে অত্যন্ত ব্যয়বহুল। যা অনেক ক্ষেত্রেই সাধারণ মধ্যবিত্ত রোগীর পরিবারের বহন করা সম্ভব হয়ে ওঠেনা। এবার সেই জটিল অপারেশনই কল্যানী সরকারি হাসপাতালে বিনামূল্যে সফলভাবে করা হল এক রোগীর।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা যায় বছর ৫৩ বছর বয়সের রোগী সতী বাছার সমস্যা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা করাতে আসেন। তখনই স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ হালদার অপারেশন করার সিদ্ধান্ত নেন। প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিটের সময় লাগে এই অপারেশন করতে। মোট ৬ জনের চিকিৎসক দল এই অপারেশনে ছিলেন। ডাক্তার অভিজিৎ হালদার জানান, এই ধরনের চিকিৎসা ব্যয়বহুল। পাশাপাশি এই ধরনের চিকিৎসা করাতে কলকাতামুখী হতে হয়। হাতে গোনা কয়েকজন চিকিৎসক এই ধরনের অপারেশন করতে পারেন। সরকারি হাসপাতালে এই পরিষেবা মানুষের অনেক উপকার হবে।
advertisement
কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপাল জানান, এই যন্ত্র কয়েকমাসে আগে আমরা রাজ্য সরকার থেকে পাই। আশা করছি আগামী দিনে আরও উন্নত পরিষেবা দিতে পারবো।সরকারি হাসপাতালে এই পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রোগীর পরিবার। আশা করা যাচ্ছে ভবিষ্যতেও এই ধরনের জটিল অপারেশন বিনামূল্যে সফলভাবে করে স্বস্তির রেহাই দিতে পারবে বিভিন্ন সাধারণ মধ্যবিত্ত রোগীর পরিবারকে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 10:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কল্যানীর সরকারি হাসপাতালে জটিল অপারেশন হল বিনামূল্যে! বড় সাফল্য! জানুন