আহা...! জমে 'ক্ষীর' মিড ডে মিল! পুলি পিঠে, ভাজা পিঠে, নলেন গুড়ের পায়েস...! দেখুন প্রাথমিক স্কুলে পড়ুয়াদের দুর্দান্ত শীত-যাপন

Last Updated:

পৌষ সংক্রান্তি উপলক্ষে এদিন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবকদের নিয়ে পিঠে পুলি উৎসবের আয়োজন করে মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়

+
মিড

মিড ডে মিলের সহায়িকারা বানাচ্ছেন পিঠে পলি

মায়াপুর: ভাত, সবজি, ডাল বা ডিম নয়! আজ বিদ্যালয়ে মিড ডে মিলে হরেক রকমের পিঠে পুলি ও নলের গুড়ের পায়েসের আয়োজন স্যারদের। নতুন শিক্ষাবর্ষ সবে শুরু হয়েছে। আর এই পৌষ মাস মানেই তো হরেক রকম পিঠের মরশুম।
পৌষ সংক্রান্তি উপলক্ষে এদিন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবকদের নিয়ে পিঠে পুলি উৎসবের আয়োজন করেছিল মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। পিঠে পুলি উৎসবে হরেক রকমের পিঠের সম্ভার দেখা যায় এদিন। পুলি পিঠে, মালপোয়া, ভাজা পুলি সঙ্গে নলেন গুড়ের পায়েসেরও আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবকরাও ভীষণ খুশি।
যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তির প্রবণতা কম দেখা যাচ্ছে, এই বিদ্যালয় সে দিক থেকে অনেকটাই ব্যতিক্রম। প্রতিবছরই ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২৫ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা ১৯২, যেখানে ছাত্র সংখ্যা ৯৪ এবং ছাত্রীর সংখ্যা ৯৮। ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলা এবং উপস্থিতির হার বাড়ানোর জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স, ডিজিটাল লাইব্রেরি, প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ক্লাস, কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয় এই স্কুলে।
advertisement
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন শেখ বলেন, শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন। আর আমাদের এই আলয়ে কচিকাঁচারা পিঠেপুলি থেকে বঞ্চিত হবে কেন? গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে এবং বিদ্যালয় মুখী করে তুলতে আজকের এই পিঠে পুলির আয়োজন। মিড ডে মিলে চিরাচরিত খাবারের পাশাপাশি শীতের এই মরশুমে পিঠেপুলির স্বাদ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রীরা।
advertisement
মৈনাক দেবনাথ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আহা...! জমে 'ক্ষীর' মিড ডে মিল! পুলি পিঠে, ভাজা পিঠে, নলেন গুড়ের পায়েস...! দেখুন প্রাথমিক স্কুলে পড়ুয়াদের দুর্দান্ত শীত-যাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement