Nadia News: মহাসমারোহে শুরু হল কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো, দায়িত্বে রাজমাতা অমৃতা রায়

Last Updated:

Nadia News: বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গনে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড় অন্যদিকে রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ১২ দোলের মেলা।

+
বাসন্তী

বাসন্তী দেবীর মূর্তি কৃষ্ণনগর রাজবাড়ি

কৃষ্ণনগর: রাজবাড়িতে বাসন্তী পুজোর দায়িত্বে রাজমাতা অমৃতা রায়। শুধু জগদ্ধাত্রী কিংবা দুর্গাপুজো নয়, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবেন আরও একটি পুজোর সময়, তাহলে বাসন্তী পুজোতে। যদিও এরপরে বারো দলের মেলাতেও রাজবাড়ীর নাট মন্দির খোলা হয়ে থাকে সাধারণ মানুষের জন্য।
মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ীর বাসন্তী পুজো শুরু হল মহা সমারোহে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজবধূ অমৃতা রায় এবং তার স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে। বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ী প্রাঙ্গনে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড় অন্যদিকে রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ১২ দোলের মেলা।
advertisement
advertisement
আর তারই প্রস্তুতি চলছে জোরকদমে। পূর্বপুরুষের প্রথা ও দ্বিতীয় অনুযায়ী কৃষ্ণনগরের রাজ বাড়িতে একদিকে যেমন রাজরাজেশ্বরীর পুজো সম্পন্ন হয় অন্যদিকে জগদ্ধাত্রী পুজোতে ও মানুষের মেলবন্ধন ঘটে। স্বামী অসুস্থ আর তাই রাজবধু অমৃতা রায় দেবী মূর্তির সম্মুখে বসে পুজো সম্পন্ন করলেন তিনজন পুরোহিত সমন্বয়ে।
advertisement
আর বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ির নাট মন্দিরে জ্বলে উঠতে চলেছে হাজার হাজার ঝাড়বাতি। এরপর রামনবমীতে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যে রামনবমী শোভাযাত্রা বেরবে তাতেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন। রামনবমী উপলক্ষে কৃষ্ণনগরবাসীকে শুভেচ্ছা জানাতে তিনি শোভাযাত্রার অগ্রভাগে থাকবেন বলে জানান রাজবধূ অমৃতা রায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মহাসমারোহে শুরু হল কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো, দায়িত্বে রাজমাতা অমৃতা রায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement