Krishnanagar Burima: বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে কৃষ্ণনগরের বুড়িমা পুজো কমিটি!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Krishnanagar Burima: জগদ্ধাত্রী পুজোর সময় অনিমেষ মন্ডল তাঁর মেয়ের চিকিৎসার খরচ নিয়ে উদ্বেগের কথা জানান বুড়িমা পুজো কমিটির সেক্রেটারি গৌতম ঘোষকে। সেই সময়ই তিনি সাহায্যের অনুরোধ করেন।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: মানবিকতার দৃষ্টান্ত! অংশীকার চিকিৎসায় এগিয়ে এলেন কৃষ্ণনগরের বুড়িমা পুজো কমিটি। নদিয়ার কৃষ্ণনগরে আবারও প্রমাণ মিলল, মানুষ মানুষের পাশে দাঁড়ালে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। মাত্র ১১ মাসের অংশীকা মন্ডলের বিরল জিনগত রোগ এস এম এ টাইপ-১–এর চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এল কৃষ্ণনগর বুড়িমা পুজো কমিটির সদস্যরা। অনিমেষ মন্ডলের হাতে সম্প্রতি তুলে দেওয়া হল ৫০ হাজার এক টাকার সহায়তার চেক।
জগদ্ধাত্রী পুজোর সময় অনিমেষ মন্ডল তাঁর মেয়ের চিকিৎসার খরচ নিয়ে উদ্বেগের কথা জানান বুড়িমা পুজো কমিটির সেক্রেটারি গৌতম ঘোষকে। সেই সময়ই তিনি সাহায্যের অনুরোধ করেন। পরে বিষয়টি পুজো কমিটির বৈঠকে আলোচনার পরই নেওয়া হয় মানবিক সিদ্ধান্ত এই লড়াইয়ে পরিবারের পাশে দাঁড়াবে কমিটি।
advertisement
অংশীকা আক্রান্ত স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) টাইপ-১ নামের এক বিরলতম রোগে। এই রোগে শিশুর পেশিশক্তি দ্রুত নষ্ট হয়ে যায়, শ্বাসপ্রশ্বাসেও সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য প্রয়োজন বিদেশে তৈরি বিশেষ ইনজেকশন, যার দাম প্রায় ৯ কোটি টাকা। এই ওষুধ পাওয়া যায় শুধুমাত্র আমেরিকাতে। আমেরিকা থেকে এই বিশাল অংকের ওষুধ এই দেশে নিয়ে আসা যে কোনও মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব। তাই চিকিৎসার খরচ ওঠাতে বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের দ্বারস্থ হচ্ছেন অনিমেষ বাবু।
advertisement
উল্লেখ, আগে রানাঘাটের এক শিশুকন্যা একই রোগে আক্রান্ত হয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই শিশু আজ ধীরে ধীরে সুস্থতার পথে। সেই ঘটনাই এখন নতুন আশার আলো দেখাচ্ছে অংশীকার পরিবারকে। সাহায্যের চেক হাতে পেয়ে আবেগে ভেসে ওঠেন অনিমেষ। তাঁর কথায়, “এই সাহায্য শুধু টাকা নয় এটা আশার আলো। আমার মেয়েকে বাঁচানোর পথে এটা নতুন শক্তি জোগাল।”
advertisement
অংশীকার দ্রুত আরোগ্য কামনা করে ইতিমধ্যেই বহু মানুষ এগিয়ে আসছেন সচেতনতা ও সহায়তার মাধ্যমে। মানবতার এই উদাহরণই হয়তো শেষ পর্যন্ত এক শিশু জীবনে ফিরিয়ে আনবে নতুন ভোরের আলো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
November 24, 2025 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Burima: বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে কৃষ্ণনগরের বুড়িমা পুজো কমিটি!

