Turtle Rescue: রঙ অন্যরকম, দেখতেও কেমন...! নদিয়ায় চাষের জমিতে বিরল কচ্ছপ, অবাক চাষি, তারপর যা করলেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Turtle Rescue: চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয়।
নদিয়া: শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় চাষি উজ্জ্বল প্রামাণিক চাষের কাজ করার সময় আচমকাই তার চোখে পড়ে অচেনা ধরনের একটি কচ্ছপ। প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয় তার।
সচেতন ওই চাষি তৎক্ষণাৎ বন দফতরের নদিয়ার বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।
advertisement
উজ্জ্বল প্রামাণিক জানান, “আমি কচ্ছপটিকে দেখে বুঝতে পারি এটা সাধারণ প্রজাতির নয়। তাই আমি কোনও ঝুঁকি নিইনি, বন দফতরকে খবর দিই। তারাই এসে নিয়ে যায়। আমার মনে হয়, আমরা সাধারণ মানুষ যদি এভাবে সচেতন থাকি, তাহলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা সম্ভব।” তিনি আরও বলেন, “এই ধরনের বিরল বা অচেনা প্রাণী দেখলে নিজেরা কিছু না করে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানান। এতে প্রাণীও বাঁচে, পরিবেশও রক্ষা পায়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতরের সূত্রে জানা গেছে, কচ্ছপটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে এবং সেটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। চাষি উজ্জ্বল প্রামাণিকের এই দায়িত্বপূর্ণ পদক্ষেপের জন্য বন দফতর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Turtle Rescue: রঙ অন্যরকম, দেখতেও কেমন...! নদিয়ায় চাষের জমিতে বিরল কচ্ছপ, অবাক চাষি, তারপর যা করলেন