Nabadwip News: কী ভয়ঙ্কর কাণ্ড নবদ্বীপে! ATM-এ ঢুকে মাথায় হাত সাধারণ মানুষের! এত বড় প্রতারণা! সব টাকার কী যে হত

Last Updated:

Nabadwip News: ATM-এর দায়িত্বে থাকা রজত কুমার মণ্ডল জানান, এদিন সকালে মুম্বই অফিস থেকে তাকে জানানো হয় নবদ্বীপ শহরের ১৬টি ATM মেশিন থেকে গ্রাহকদের টাকা পেতে সমস্যা হচ্ছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ায় নবদ্বীপ শহর জুড়ে ATM মেশিনে অভিনব উপায়ে টাকা চুরির ফাঁদ দুষ্কৃতীদের! অবশেষে আটক এক, পলাতক দুই! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বুধবার সকালে নদিয়ার নবদ্বীপ শহরে।
জানা গিয়েছে, বুধবার শহরের বেশ কিছু ATM মেশিনে অভিনব কৌশলে টাকা চুরির ফাঁদ পাতে দুষ্কৃতীরা। সেই খবর পেয়ে যায় ATM এর নিরাপত্তায় থাকা সংস্থা। পাশাপাশি তারা খবর দেয় তাদের স্থানীয় প্রতিনিধিকে। আর তারপর স্থানীয়দের তৎপরতায় অবশেষে শহরের নবদ্বীপ ধাম স্টেশন সংগ্লগ্ন এলাকার এক ATM থেকে হাতেনাতে পাকড়াও করা হয় এক দুষ্কৃতীকে।
advertisement
advertisement
ATM-এর দায়িত্বে থাকা রজত কুমার মণ্ডল জানান, এদিন সকালে মুম্বই অফিস থেকে তাকে জানানো হয় নবদ্বীপ শহরের ১৬টি ATM মেশিন থেকে গ্রাহকদের টাকা পেতে সমস্যা হচ্ছে। খবর পাওয়া মাত্র তিনি শহরের একাধিক এটিএম মেশিন চেক করেন। দেখা যায় দুষ্কৃতীরা এটিএম মেশিনে একটা টেপ জাতীয় কিছু দিয়ে টাকা বেরোনোর জায়গায় লাগিয়ে দেয়, এর ফলে লেনদেন হয় ও গ্রাহকেরা টাকা পায় না।
advertisement
শহর জুড়ে নজরদারি চলাকালীন শহরের ভট্টপাড়া এলাকার একটি এটিএম-এ অবশেষে ধরা পরে এই দুষ্কৃতী। তিনি জানান, দুষ্কৃতীরা দলে তিন জন ছিল। কিন্তু দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক জনকে আটক করা হয়। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। গ্রেফতার হয় এক জন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabadwip News: কী ভয়ঙ্কর কাণ্ড নবদ্বীপে! ATM-এ ঢুকে মাথায় হাত সাধারণ মানুষের! এত বড় প্রতারণা! সব টাকার কী যে হত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement