Mysterious Red Car: আচমকা গ্রামের ভেতর ঘুরছে লাল রঙের রহস্যময় গাড়ি! তারপর যা ঘটল জগৎবল্লভপুরে

Last Updated:

Mysterious Red Car: গাড়িটির গতিবিধি ভাল ঠেকছিল না জগৎবল্লভপুরের বাসিন্দাদের। তাই গ্রামের মানুষ নজর রাখতে থাকে গাড়িটিতে। তাঁদের মনে ভয়ও হয় অচেনা গাড়ির এমন গতিবিধি দেখে

আচমকা বারবার গ্রামের মধ্যে ঘোরাফেরা করছে একটি গাড়ির যা দেখে আতঙ্কিত মানুষ
আচমকা বারবার গ্রামের মধ্যে ঘোরাফেরা করছে একটি গাড়ির যা দেখে আতঙ্কিত মানুষ
হাওড়া: গ্রামে কখনও এদিক, কখনও আবার ওইদিকে ঘুরে বেড়াচ্ছে একটি গাড়ি। লাল রঙের গাড়িটি দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। আচমকা গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরছে কেন গাড়িটি? কখধ‌ও মোড় মাথায় যাচ্ছে, আবার কখনও রাস্তার পার্শ্ববর্তী অংশে আচমকা দাঁড়িয়ে পড়ছে।
গাড়িটির গতিবিধি ভাল ঠেকছিল না জগৎবল্লভপুরের বাসিন্দাদের। তাই গ্রামের মানুষ নজর রাখতে থাকে গাড়িটিতে। তাঁদের মনে ভয়ও হয় অচেনা গাড়ির এমন গতিবিধি দেখে। এমন ঘটনা দেখে এলাকার বাসিন্দারা বেশ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। আরও উল্লেখযোগ্য বিষয় যেটা মানুষকে ভাবিয়ে তোলে তা হল ঐ গাড়ির পিছনে বাঁধা একটি মোটরসাইকেল। এমন আজব ঘটনা আগে কখনও ঘটেনি গ্রামে। সন্দেহভাজন গাড়িটির পিছনে বাঁধা নম্বর প্লেট বিহীন একটি বাইক। সেই সমেত জগৎল্লভপুরের বিভিন্ন স্থান ঘুরে বেড়ায় গাড়িটি।
advertisement
আরও পড়ুন: আদালতের মলখানায় এটা কী! সামান্য বেখেয়ালেই ধুলো হয়ে যেত সবাই
স্থানীয়রা কৌতূহলবশত এগিয়ে এসে দেখেন ওই লাল রঙের গাড়ির মধ্যে রয়েছে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় গাড়িটি আটকে চালককে জিজ্ঞসাবাদ শুরু করেন। গাড়িতে এতগুলো সিসি ক্যামেরা দেখে সন্দেহ হয় সবার। সবমিলিয়ে আমজনতা মোটেও আন্দাজ করতে পারেনি আসলে কী হতে চলেছে। গাড়িটিকে আটক করার পর গ্রামবাসীরা জগৎবল্লভপুর থানায় খবর দেন। জগৎবল্লভপুর থানার পুলিশ এসে গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করে জগৎবল্লভপুর থানায় নিয়ে যায়। এই রহস্যময় গাড়ির আসল উদ্দেশ্য কী তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mysterious Red Car: আচমকা গ্রামের ভেতর ঘুরছে লাল রঙের রহস্যময় গাড়ি! তারপর যা ঘটল জগৎবল্লভপুরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement