বন্ধুরের সঙ্গে হইহই করে নদীতে স্নান করতে নেমে...! জল থেকে উদ্ধার তরুণের নিথর দেহ

Last Updated:

বর্ষার নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ডুবে মৃত্যু হল তরুণের।

বর্ষায় নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি
বর্ষায় নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি
রানীনগর, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বর্ষায় নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বন্ধুদের সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক তরুণের। বুধবার দুপুরে মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত কোমনগর এলাকায় ঘটে এই ঘটনা। মৃত তরুণের নাম মানিক সেখ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, টানা বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছিল। সেই সময় মানিক ও তার কয়েকজন বন্ধু মিলে নদীতে স্নান করতে আসে। স্থানীয় এক কালভার্টের উপর থেকে একের পর এক নদীতে ঝাঁপ দেয় তারা। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও, আচমকাই দেখা যায় মানিক নদীর জলে তলিয়ে গিয়েছে। কিছুক্ষণ খোঁজ করেও বন্ধুরা মানিককে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। তাঁদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাও খোঁজাখুঁজি শুরু করেন।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ কৃষক! পরদিন মিলল দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে নদী থেকে মানিকের নিথর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, জলের স্রোত ছিল অত্যন্ত প্রবল। সম্ভবত সেই স্রোতেই তলিয়ে যায় মানিক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমে যায়। মৃতদেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন মানিকের পরিবারের সদস্যরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এর আগেও কয়েক বছর আগে একই ভাবে আরও এক তরুণের জলে ডুবে মৃত্যু হয়েছিল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুরের সঙ্গে হইহই করে নদীতে স্নান করতে নেমে...! জল থেকে উদ্ধার তরুণের নিথর দেহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement