বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ ‘ইলেকট্রিসিটি অফিসের’, অ্যাকাউন্ট থেকে সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত শিক্ষিকা

Last Updated:

Cyber Crime: টাকা প্রতারণার পর ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কেদার প্রামাণিক, রঘুনাথগঞ্জ : সাইবার প্রতারণার শিকার এক শিক্ষিকা৷ বিদ্যুৎ বিলের সমস্যার কারণে পরিষেবা বিচ্ছিন্ন করার মেসেজ মোবাইলে পাঠিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার এক শিক্ষিকার সঙ্গে। টাকা প্রতারণার পর ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগকারিণী নবনীতা সরকারের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। কর্মসূত্রে তিনি মুর্শিদাবাদের সুতির সরকারি স্কুলের শিক্ষিকা। বর্তমানে ফরাক্কা ব্যারেজের প্রজেক্ট আবাসনে থাকেন। রবিবার রাতে শিক্ষিকার মোবাইলে একটি মেসেজ আসে। যে তাঁর বিদ্যুৎ সংক্রান্ত বিল-এর সমস্যা হওয়ায় পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তার পর রাতের বেলায় হোয়াট্স অ্যাপে মেসেজ আসা নম্বরে শিক্ষিকা সকালবেলায় কল করে।
advertisement
অভিযোগ, প্রতারক শিক্ষিকাকে তার নিজের মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে বলে। অ্যাপস ডাউনলোড করার পর শিক্ষিকাকে দশ টাকা পেমেন্ট করতে বলা হয়। শিক্ষিকা তাঁর মোবাইল থেকে ডেবিট কার্ডের মাধ্যমে দশ টাকা পেমেন্ট করার পরপরই শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে তিন ধাপে ৯৫,৫১০ টাকা উধাও হয়ে যায়।
advertisement
আরও পড়ুন : রশির টানেই বিসর্জন ৪২ ফুট কালীপ্রতিমার, অবাক নিরঞ্জন দেখতে ভক্তের ঢল
তিনি যখন দেখেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে যাচ্ছে, তার পর শিক্ষিকা তাঁর ফোন ডিসকানেক্ট করে দেয়। ডিসকানেক্ট করার পর অ্যাকাউন্ট থেকে আর কোনওরকম ট্রানজ্যাকশন করতে পারেননি। বিকেলবেলায় তিনি বাড়ি ফিরে ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারণার সম্পূর্ণ তথ্য জানিয়ে। এই বিষয়ে অভিযোগ হওয়ার পর ফরাক্কা থানা নড়েচড়ে বসে।
advertisement
আরও পড়ুন :  জীবিত দিদিকে 'মৃত' দেখিয়ে সম্পত্তি হরণ ভাইয়ের
শিক্ষিকার আর্জি, এই ধরনের প্রতারণায় যারা জরিত, তারা যেন সামনে আসে এবং সাধারণ মানুষকে এই প্রতারণা সম্পর্কে যেন সরকারিভাবে সচেতন করা হয়। যেন আর কেউ আর এই প্রতারণার ফাঁদে পা না দেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ ‘ইলেকট্রিসিটি অফিসের’, অ্যাকাউন্ট থেকে সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত শিক্ষিকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement