অবাক প্রতিভা! এই সরকারি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের দেখলে চমকে যাবেন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad schools- শুধু পুঁথিগত বিদ্যা নয়, বড়রা যেখানে হোঁচট খায়, সেখানে বেলডাঙার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীরা বলে দিচ্ছে পরিবার থেকে মাল্টি ইউনিভার্সের নাম। খুদেদের এই প্রতিভা দেখে বিস্মিত সকলেই।
মুর্শিদাবাদ: শুধু পুঁথিগত বিদ্যা নয়, বড়রা যেখানে হোঁচট খায়, সেখানে বেলডাঙার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীরা বলে দিচ্ছে পরিবার থেকে মাল্টি ইউনিভার্সের নাম। খুদেদের এই প্রতিভা দেখে বিস্মিত সকলেই।
পরিবার থেকে দেশ, দেশ থেকে মহাদেশ এবং সমস্ত রাজ্য, ২৬টি ব্লক, ২৩টি জেলার নাম বলে দিচ্ছে তারা। শুধু তাই নয়, সাতটি মহাদেশ, ৫টি মহাসাগর, গ্রহ উপগ্রহ বলে দিতে পারছে।
বড়দের প্রশ্ন করা হলেও সঠিকভাবে বলতে পারবে না হয়তো! তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র বলে দিতে পারছে। বিভিন্ন রকমভাবে পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে অন্যভাবে পড়াশুনো প্রশিক্ষণের ফলে গড় গড় করে বলে দিছে সমস্ত কিছুই।
advertisement
advertisement
আরও পড়ুন- টোটোর ভবিষ্যত কী বাংলায়? এবার বড় ইঙ্গিত দিয়ে রাখল প্রশাসন!
মুর্শিদাবাদের বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের আট বছরের বালক তৃতীয় শ্রেণির ছাত্র ময়ুর মন্ডল বলে দিচ্ছে একের পর নাম।
খুব সহজেই পরিবার থেকে পাড়া, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক, ব্লক থেকে মহকুমা ও জেলা, এমনকী রাজ্যে থেকে দেশ ও মহাদেশ পৃথিবী সৌর জগৎ ইউনিভার্স, সঙ্গে তাদের সংখ্যা বলে দিচ্ছে অতি সহজেই । যা দেখে বিস্মিত স্কুল কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন- বাংলাজুড়ে উথালপাথাল আবহাওয়া… ভাসছে উত্তর থেকে দক্ষিণ, তিন জেলায় অবিরাম বৃষ্টি
খুশি স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও। প্রধান শিক্ষক জানান, প্রাথমিক বিদ্যালয়ে মানবিক পাঠ সঙ্গে সামাজিক পাঠ, তার সঙ্গে একটু এগিয়ে দিতে এই প্রচেষ্টা। বেসরকারি বিদ্যালয়ের দিকে অনেকেই ঝুঁকছেন তাদের সন্তানদের পড়াশুনো করানোর জন্য, আর সেখানে প্রাথমিক বিদ্যালয়ে এই রকম পঠন পাঠন দেখে অবাক অনেকেই।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 8:52 PM IST