অবাক প্রতিভা! এই সরকারি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের দেখলে চমকে ‌যাবেন

Last Updated:

Murshidabad schools- শুধু পুঁথিগত বিদ্যা নয়, বড়রা যেখানে হোঁচট খায়, সেখানে বেলডাঙার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীরা বলে দিচ্ছে পরিবার থেকে মাল্টি ইউনিভার্সের নাম। খুদেদের এই প্রতিভা দেখে বিস্মিত সকলেই।

+
খুদে

খুদে পড়ুয়া

মুর্শিদাবাদ: শুধু পুঁথিগত বিদ্যা নয়, বড়রা যেখানে হোঁচট খায়, সেখানে বেলডাঙার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীরা বলে দিচ্ছে পরিবার থেকে মাল্টি ইউনিভার্সের নাম। খুদেদের এই প্রতিভা দেখে বিস্মিত সকলেই।
পরিবার থেকে দেশ, দেশ থেকে মহাদেশ এবং সমস্ত রাজ্য, ২৬টি ব্লক, ২৩টি জেলার নাম বলে দিচ্ছে তারা। শুধু তাই নয়, সাতটি মহাদেশ, ৫টি মহাসাগর, গ্রহ উপগ্রহ বলে দিতে পারছে।
বড়দের প্রশ্ন করা হলেও সঠিকভাবে বলতে পারবে না হয়তো! তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র বলে দিতে পারছে। বিভিন্ন রকমভাবে পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে অন্যভাবে পড়াশুনো প্রশিক্ষণের ফলে গড় গড় করে বলে দিছে সমস্ত কিছুই।
advertisement
advertisement
আরও পড়ুন- টোটোর ভবিষ্যত কী বাংলায়? এবার বড় ইঙ্গিত দিয়ে রাখল প্রশাসন!
মুর্শিদাবাদের বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের আট বছরের বালক তৃতীয় শ্রেণির ছাত্র ময়ুর মন্ডল বলে দিচ্ছে একের পর নাম।
খুব সহজেই পরিবার থেকে পাড়া, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক, ব্লক থেকে মহকুমা ও জেলা, এমনকী রাজ্যে থেকে দেশ ও মহাদেশ পৃথিবী সৌর জগৎ ইউনিভার্স, সঙ্গে তাদের সংখ্যা বলে দিচ্ছে অতি সহজেই । যা দেখে বিস্মিত স্কুল কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন- বাংলাজুড়ে উথালপাথাল আবহাওয়া… ভাসছে উত্তর থেকে দক্ষিণ, তিন জেলায় অবিরাম বৃষ্টি
খুশি স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও। প্রধান শিক্ষক জানান, প্রাথমিক বিদ্যালয়ে মানবিক পাঠ সঙ্গে সামাজিক পাঠ, তার সঙ্গে একটু এগিয়ে দিতে এই প্রচেষ্টা। বেসরকারি বিদ্যালয়ের দিকে অনেকেই ঝুঁকছেন তাদের সন্তানদের পড়াশুনো করানোর জন্য, আর সেখানে প্রাথমিক বিদ্যালয়ে এই রকম পঠন পাঠন দেখে অবাক অনেকেই।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবাক প্রতিভা! এই সরকারি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের দেখলে চমকে ‌যাবেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement