Girl Child: না বর আসছে না, গাড়ি ফুল দিয়ে সাজিয়ে সদ্যোজাত কন্যা এল বাড়িতে, আনন্দের সাগরে পরিবার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Girl Child: প্রথম কন্যা সন্তান! ফুল দিয়ে গাড়ি সাজিয়ে এল বাড়িতে! এলাহি আয়োজন
মুর্শিদাবাদ: প্রথম সন্তান কন্যা হওয়াই ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা। সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান। আর সমাজেও দিলেন এক বার্তা।
একবিংশ শতকে দাঁড়িয়ে আজও আমরা জর্জরিত কুসংস্কারে ৷ তাই আজও কন্যা সন্তান হলে সমাজ তাকে ভালো চোখে দেখে না ৷ মেয়ে মানেই বাড়তি বোঝা ৷ সেই নিম্ন মানসিকতা থেকেই আজও সমাজে কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটে ৷ শহরে থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খবরের মাঝেই মন ভালো করা দৃশ্য ধরা পড়ল এই পশ্চিমবঙ্গেই ৷ মুর্শিদাবাদে মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা বাবা-সহ গোটা পরিবার ৷
advertisement
advertisement
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন রুকসা পারভিন এর কন্যা। পরিবারের প্রথম কন্যা সন্তান জন্ম হয়েছে আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান।
advertisement
মুর্শিদাবাদের সাগরদিঘী থানার জোত কমল এলাকার বাসিন্দা তথা ঐ কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান, তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে। এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন।কন্যা সন্তান পরিবারে জন্মগ্রহণ করতেই সাদরে গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, কন্যা সন্তান এই সমাজের বোঝা নয়। কন্যা সন্তান হল ঘরের লক্ষী। তাই তিনি তার ঘরের লক্ষী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আর বাড়িতে কন্যা সন্তান আসতেই সাজো সাজো রব।
advertisement
অপরদিকে, কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান, তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন। এবং তিনি আরো বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন। এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা পারভীন। তবে পরিবারের এই কর্মকান্ডে খুশি গোটা গ্রামের বাসিন্দারা।
advertisement
Kaushik Adhikary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 12:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Girl Child: না বর আসছে না, গাড়ি ফুল দিয়ে সাজিয়ে সদ্যোজাত কন্যা এল বাড়িতে, আনন্দের সাগরে পরিবার