পায়ে পচন পোকা ঘুরছে  এন আর এস হাসপাতালে মরণাপন্ন রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ

Last Updated:

হাবিলের সঙ্গে থাকা তার আত্মীয় পিয়ারুল ইসলাম জানান," ডাক্তার থেকে নার্স,সবাইকে হাতে পায়ে ধরেছি,প্রত্যেকদিনই বলছে,অপারেশন করবে খুব তাড়াতাড়ি। এদিকে আবার বলছে,মেশিন খারাপ,ফলে অপারেশন পিছিয়ে যাচ্ছে।

NRS Medical College
NRS Medical College
#মুর্শিদাবাদ:  জেলার রানীনগর ব্লকের ইসলামপুর থানার বাসিন্দা শেখ হাবিল, কুড়ি বছর বয়স, বাড়িতে স্ত্রী, ছোট ছোট দুই সন্তান রয়েছে  অত্যন্ত দরিদ্র পরিবার। সম্প্রতি লরির খালাসির কাজ পেয়েছিল হাবিল। গত নভেম্বর মাসে প্রথম কাজে যোগ দিয়েই অঘটন। রামপুরহাটে লরি থেকে নামার সময় লরির চাকা হাবিলের বাঁ পায়ের ওপর উঠে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাবিলকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
বেশ কয়েকদিন ভর্তি থাকার পর সেখান থেকে তাকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে বাঁ পায়ের যে ভয়ানক অবস্থা হয়েছিল,সেটার সামান্য চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ততদিনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ পরিবারের। এরপর গত ২৬ ডিসেম্বর হাবিলকে শিয়ালদহ এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় । পরিবারের অভিযোগ,ভর্তির পর থেকে এখনো পর্যন্ত দুবার ড্রেসিং এবং সামান্য কয়েকটি ওষুধ দেওয়া ছাড়া এক প্রকার বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে হাবিলকে।
advertisement
advertisement
শিয়ালদহ এনআরএস হাসপাতালের ইমারজেন্সি বিল্ডিং এর তিনতলায় মেডিসিন বিভাগে ভর্তি থাকা শেখ হাবিলের কাতর আর্জি, "আমাকে বাঁচান। যন্ত্রণা দূর অস্ত,এখন বাম পাটা পুরো পচে গেছে,ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে, পোকা হয়ে গেছে পায়ের পাতায়। আমার পা বাদ দিতে হলে দিক ডাক্তারবাবুরা,কিন্তু আমাকে বাঁচান,আমার পরিবার ভেসে যাচ্ছে,আমি ছাড়া সংসার চালানোর কেউ নেই।"
advertisement
অন্যদিকে হাবিলের সঙ্গে থাকা তার আত্মীয় পিয়ারুল ইসলাম জানান," ডাক্তার থেকে নার্স,সবাইকে হাতে পায়ে ধরেছি,প্রত্যেকদিনই বলছে,অপারেশন করবে খুব তাড়াতাড়ি। এদিকে আবার বলছে,মেশিন খারাপ,ফলে অপারেশন পিছিয়ে যাচ্ছে। কিন্তু ওর পা তো পুরো পচে গিয়ে পোকা ধরে গেছে। পা তো বাদ যাবেই,ওর প্রাণ থাকে কিনা সেই ভেবেই চিন্তায়। কিভাবে ওর স্ত্রীর কাছে মুখ দেখাবো! কোথায় কলকাতায় ভালো চিকিৎসা হবে বলে আনলাম,আর কি থেকে কি হয়ে গেল!"
advertisement
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, দ্রুত অবস্থা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ১৫ দিন কেটে যাওয়ার পর শেখ হাবিল এর পা বাঁচানো আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন উঠেই যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পায়ে পচন পোকা ঘুরছে  এন আর এস হাসপাতালে মরণাপন্ন রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement