Murshidabad News: মেলায় গিয়েই সব শেষ...! চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু ছাত্রীর, শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Murshidabad News: ধুলিয়ানের লালপুরে মেলায় চলছিল জনপ্রিয় দোলনা খেলা। আনন্দের মুহূর্তই যেন পরিণত হল শোকের ছায়ায়। চলন্ত দোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর।

নাগর দোলনায় মৃত্যু ছাত্রীর
নাগর দোলনায় মৃত্যু ছাত্রীর
জঙ্গিপুর, তন্ময় মণ্ডল:  ধুলিয়ানের লালপুরে মেলায় চলছিল জনপ্রিয় দোলনা খেলা। আনন্দের মুহূর্তই যেন পরিণত হল শোকের ছায়ায়। চলন্ত দোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর।
পরিবার সুত্রে জানা যায়, মৃত ছাত্রীর নাম আসনির খাতুন (১২), বাড়ি সামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার লালপুরে। শুক্রবার সন্ধ্যার দিকে আসনির খাতুন তার বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে যায়। মেলার ভেতর থাকা দোলনায় চেপে ছিল সে। তখনই হঠাৎই দোলনার চাকার সঙ্গে তার চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই দোলনার গতির ধাক্কায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং নিচে পরে যায় ওই ছাত্রী। মেলার ভিড়ে কয়েক মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন-রোজ ২-৩-৪ টের সময় ঘুম ভাঙছে? শুভ নাকি অশুভ! কীসের ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি? জ্যোতিষী জানাচ্ছে কী প্রভাব পড়বে আপনার জীবনে
স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি এবং যথাযথ তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও  পড়ুন- ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! ৪ রাশিকে চরম কষ্ট দেবেন গ্রহের ‘রাজা’, ৪ দিন পর থেকেই আসল ‘খেলা’ শুরু, চাকরিজীবীরা খুব সাবধান!
মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় আসনিরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরা এই মর্মান্তিক হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন। এই ঘটনায় কান্নার রোল উঠেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে। শনিবার দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মেলায় গিয়েই সব শেষ...! চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু ছাত্রীর, শোক-হাহাকার পরিবারে
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement