Murshidabad News: শারীরিকভাবে অক্ষম তরুণীকে ধর্ষণ, ২৫হাজার টাকার বিনিময়ে মিটিয়ে নেওয়ার হুমকি
- Published by:Debalina Datta
Last Updated:
ডোমকল থানার পুলিশ সোমবার রাতে অভিযুক্ত আজিজুল বিশ্বাসকে গ্রেফতার করেছে।
#ডোমকল: ডোমকলে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ পরিবারের লোকেরা যাতে থানায় অভিযোগ না করে সেইজন্য সালিশি সভায় ২৫ হাজার টাকা দিয়ে মিটমাট করার জন্য চাপ দেন তৃণমূল নেতা। যদিও পরিবারের লোকেরা টাকা নিতে অস্বীকার করে ও ডোমকল থানায় অভিযোগ দায়ের করে। ডোমকল থানার পুলিশ সোমবার রাতে অভিযুক্ত আজিজুল বিশ্বাসকে গ্রেফতার করেছে।
গত ১৮ নভেম্বর দুপুরে ডোমকলের বাসিন্দা ওই প্রতিবন্ধী যুবতী রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। অভিযোগ সঙ্গে কেউ না থাকার সুযোগে নিজের সারের দোকানে ফুসলিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আজিজুল বিশ্বাস। তারপরেই তাকে বলপূর্বক ধর্ষন করে। বলে অভিযোগ। পরে ১০টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে ওই যুবতী। মাকে সব ঘটনা জানায়। ঘটনা জানাজানি হতেই গ্রামে সালিশি সভা করে তৃণমূল নেতারা ২৫হাজার টাকা দিয়ে মিটমাট করার জন্য চাপ দেন বলে অভিযোগ।
advertisement
advertisement
কিন্তু তা মানতে চাইনি পরিবারের লোকেরা। এমনকি নজরবন্দি করে রাখা হয় নির্যাতিতার পরিবারকে। সুযোগ বুঝেই সোমবার ডোমকল থানায় গিয়ে অভিযোগ জানায়। রাতেই অভিযুক্তকে অম্বরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায় পরিবারের লোকেরা। নির্যাতিতার আত্মীয় জারিনা বিবি বলেন, ‘‘ওই সার ব্যবসায়ী আজিজুলই এই ঘটনায় অভিযুক্ত। আমাদের মেয়ের উপর যে এই অত্যাচার করেছে আমরা তাদের কঠোর শাস্তি চাই।’’
advertisement
আরও পড়ুন - Weather Update: নেমেই চলেছে তাপমাত্রার পারদ, কলকাতায় ঠাণ্ডার পরশ, এদিকে দক্ষিণে ফের লণ্ডভণ্ড
মা জাসমিন বিবি বলেন, ‘‘আমার মেয়ে হাতে ১০ টাকা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমাকে সব ঘটনা জানায়। গ্রামে সালিশি সভায় আমরা বিচার চেয়েছিলাম। সেখানে ২৫ হাজার টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু আমরা তা মানিনি। আমি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ আমাদের অনেক সহযোগিতা করেছে। অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। আমি ওর কঠোর শাস্তি চাই।’’
advertisement
স্থানীয় তৃণমূল নেতা বীরলাল সেখ বলেন, ‘‘২৫ হাজার টাকা দিয়ে সব ঘটনা মিটমাট করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সালিশি সভায় ওই নির্যাতিতার পরিবারের সকল সদস্যের সঙ্গে আলোচনা করেই ২৫ হাজার টাকা মীমাংসা করার জন্য বলা হয়েছিল।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 11:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: শারীরিকভাবে অক্ষম তরুণীকে ধর্ষণ, ২৫হাজার টাকার বিনিময়ে মিটিয়ে নেওয়ার হুমকি