Murshidabad News: কন্যাসন্তান হয়েছে, যা করল সদ্যোজাতর পরিবার...! দূর-দূরান্ত থেকে ছুটে এল মানুষ
- Reported by:Koushik Adhikary
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Murshidabad News: ডিসেম্বরের শীতের প্রথম সপ্তাহে হাসপাতালে আসে রঙিন ফুল দিয়ে সাজানো গাড়ি। ভূমিষ্ঠ হওয়ার পর, কন্যাসন্তানকে হাসপাতাল থেকে এভাবেই বরণ করে গোটা পরিবার।
মুর্শিদাবাদ: এমন কিছু ঘটনা, যা প্রকৃতই শতাব্দীকে এগিয়ে নিয়ে যায়। এমন কিছু উদাহরণ যতদূর বয়ে যায়, ততই সুবাস ছড়ায়। উত্তরণ হয় চেতনার। ডিসেম্বরের শীতের প্রথম সপ্তাহে হাসপাতালে আসে রঙিন ফুল দিয়ে সাজানো গাড়ি। ভূমিষ্ঠ হওয়ার পর, কন্যাসন্তানকে হাসপাতাল থেকে এভাবেই বরণ করে গোটা পরিবার।
ব্যান্ড পার্টি বাজিয়ে রাস্তায় মিষ্টি বিলোতে বিলোতে কন্তাসন্তাকে বাড়িতে নিয়ে আসেন সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের সরকার পরিবার। হাসপাতাল থেকে কন্যা সন্তানকে বরণ করলেন তাঁরা। ওদিকে তখন গোটা এলাকায় বাদ্যযন্ত্রের মন ছুঁয়ে যাওয়া সুর। সুসজ্জিত গাড়িতে করে কন্যা সন্তানকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তায় হল পুষ্পবৃষ্টি। পরিবার এবং পরিজনদের আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে নিয়ে আসা হল বাড়িতে। আর আসার পথে সমগ্র রাস্তা জুড়ে পথচারী ও গ্রামবাসীদের করানো হল মিষ্টিমুখ।
advertisement
advertisement
তবে এই ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়ি সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে। পেশায় হোমিও ডাক্তার অরিজিৎ সরকার। প্রথম সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা হয়ে অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি।
advertisement
চতুর্দিকে যখন কন্যা সন্তানের অবহেলা চলছে ঠিক তখনই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিয়ে রাজরানি করে মেয়েকে ঘিরে নিয়ে এসে নজির সৃষ্টি করলেন ডাক্তার অরিজিৎ সরকার।পরিবারেও সদস্যরা জানিয়েছেন, কন্যারাও যে আজকের দিনে রত্ন, তাঁরা যে ফেলনা নয়, এই বার্তা দিতে অভিনব উদ্যোগ সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের সরকার পরিবারের। কন্যা সন্তান যে ফেলনা নয়, তাঁদেরও একটু ভালবাসা ও যত্ন নিলে তাঁরাও যে কন্যারত্ন হতে পারে। তাঁরা যে অবহেলার পাত্র নয়, তাঁদেরও পুত্র সন্তানের মতো ভালবাসা ও সম্মান পাওয়ার অধিকার আছে সমাজকে এই বার্তা দিতেই এই আয়োজন বলে জানান, পেশায় চিকিৎসক অরিজিৎ সরকার। প্রত্যন্ত গ্রামে সরকার পরিবারের এই কর্মকান্ডের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2024 10:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কন্যাসন্তান হয়েছে, যা করল সদ্যোজাতর পরিবার...! দূর-দূরান্ত থেকে ছুটে এল মানুষ









