Murshidabad News: মুর্শিদাবাদে শুধু আম, লিচু নয়, এবার চাষ হচ্ছে ভুটানের কমলালেবু
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
এবার ভুটানের কমলালেবুর চাষ মুর্শিদাবাদে। মিষ্টি কমলালেবুর চাষ কীভাবে করবেন, সেই পরামর্শও দিয়েছেন উদ্যান পালন দফতরের আধিকারিকরা
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: কমলালেবু বলতেই প্রথম মাথায় আসে দার্জিলিং। আকারে খানিকটা ছোট, হালকা টক মিষ্টি স্বাদ। নাগপুরের কমলা যতই বাজারে ভরে থাকুক না কেন, দার্জিলিঙের কমলার টানই আলাদা।
দার্জিলিংয়ের কমলালেবু শুধু দার্জিলিংয়েই হয়, তা কিন্তু নয়। এবার ভুটানের কমলালেবুর চাষ মুর্শিদাবাদে। মিষ্টি কমলালেবুর চাষ কীভাবে করবেন, সেই পরামর্শও দিয়েছেন উদ্যান পালন দফতরের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, সঠিক ভাবে পরিচর্যা করলে মুর্শিদাবাদের মাটিতে ফলবে এই কমলালেবু। ভুটানের কমলা মিষ্টি প্রজাতির। সেই জেলার জলবায়ুর উপর নির্ভর করে চারা গাছ তৈরি করা হয়েছে। তবে গাছে যে ফলন ধরে আছে, তার থেকেও বেশি ফল দেবে যদি সঠিক ভাবে পরিচর্যা করা হয়।
advertisement
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই চারা গাছ বিক্রি করা হচ্ছে। মুর্শিদাবাদের কান্দির বাইপাসে এই গাছের কদর বেশ ভালই। বিক্রেতা মনোজ পাল জানিয়েছেন, এই গাছ সঠিক ভাবে পরিচর্যা করলে নির্দিষ্ট মরশুমে গাছ ভর্তি ফল ধরবে। শুধু বাগান নয়, বাড়ির ছাদ বাগানে টবেও কমলালেবু ফলবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 09, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে শুধু আম, লিচু নয়, এবার চাষ হচ্ছে ভুটানের কমলালেবু
