Murshidabad News: ছোট ছেলের সঙ্গে দেখা হলেও বাড়ি ফেরা হল না বাবার! ট্রেন থেকে পড়ে সব শেষ

Last Updated:

Murshidabad News: পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন দাস। বাড়ি মুর্শিদাবাদের সাদিকপুর গ্রামে।

নিউ ফরাক্কা স্টেশনে মৃতের ব্যাগ
নিউ ফরাক্কা স্টেশনে মৃতের ব্যাগ
মুর্শিদাবাদ: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন দাস। বাড়ি মুর্শিদাবাদের সাদিকপুর গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কিউল এক্সপ্রেসে চেপে নিউ ফরাক্কা স্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার সময় চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে নিউ ফরাক্কা জিআরপি ও আরপিএফ।
advertisement
advertisement
মৃত ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ থেকে তার পরিচয় পত্র পাওয়া য়ায়। তারপর রেল পুলিশের তরফে খবর দেওয়া হয় তাঁর পরিবারের লোকজনকে। খবর পেয়ে মৃতের ছেলে রেল পুলিশ কাছে ছুটে আসে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রেল পুলিশ সুত্রে জানা যায়, স্বপন দাসের দুই ছেলে। ছোট ছেলে গয়াতে কর্মরত একটি বিস্কুট কারখানায়। স্বপন দাস তার ছোট ছেলের সঙ্গে দেখা করে গতকাল কুউল এক্সপ্রেসে ট্রেনে ধরে বাড়ি ফিরছিলেন। নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন থেকে নামার সময় হঠাৎ ট্রেনের নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় বলে জানা যায়। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে কান্নার রোল পরিবারে।
advertisement
— কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ছোট ছেলের সঙ্গে দেখা হলেও বাড়ি ফেরা হল না বাবার! ট্রেন থেকে পড়ে সব শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement