Prashant Kishor: ফের মোদিই প্রধানমন্ত্রী? জিতেই বিরাট সিদ্ধান্ত নেবেন? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন, একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে ৩৭০ আসন পাচ্ছে না।
লোকসভা ভোটের আর একদফা ভোট বাকি। ফলপ্রকাশ ৪ জুন। তবে, রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগোল ফেলে দিচ্ছেন। প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন, একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে ৩৭০ আসন পাচ্ছে না। তিনি অবশ্য এও বলেছেন, বিজেপি ২৭০-এর নীচে যাচ্ছে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এর আগে প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৩৭০ আসন বিজেপি হয়ত পাবে না, তবে, ২৭০ আসনের নীচেও নামবে না। বিজেপি ২০১৯ সালে ৩০৩টি আসন জিতেছিল। এবারও তার আশপাশেই থাকতে পারে জেতা আসনের সংখ্যা। তবে দেখতে হবে ২০১৯ সালে কোন কোন এলাকায় থেকে তারা বেশি আসন পেয়েছিল। ৩০৩টির মধ্যে ২৫০টি ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে। এই রাজ্যগুলিতে কি ৫০টির বেশি আসনে হারের মুখ দেখতে পারে বিজেপি? এই সব বিষয়গুলি খতিয়ে দেখা প্রয়োজন।’ মত প্রশান্ত কিশোরের।