Murshidabad News: ভাইয়ের বদলে দাদা 'মৃত', ভোটার তালিকায় নাম তুলতে হন্যে মুর্শিদাবাদের বাবুরাম
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মৃত' ব্যক্তি প্রশাসনের দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন ভোটার তালিকায় নাম তোলার জন্য। যদিও ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। ওই নাম থাকার কারণে তাঁর মেয়ের নাম ২০২৫-এর খসড়া ভোটার তালিকায় রয়েছে। কিন্তু কোনও কারণে তাঁর নাম ভোটার তালিকায় 'ডিলিটেড' অর্থাৎ মৃত বলে দেখান হয়েছে। বিপাকে পড়েছেন পেশায় পরিযায়ী শ্রমিক ৫৫ বছরের প্রৌঢ় বাবুরাম কর্মকার
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ‘মৃত’ ব্যক্তি প্রশাসনের দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন ভোটার তালিকায় নাম তোলার জন্য। যদিও ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। ওই নাম থাকার কারণে তাঁর মেয়ের নাম ২০২৫-এর খসড়া ভোটার তালিকায় রয়েছে। কিন্তু কোনও কারণে তাঁর নাম ভোটার তালিকায় ‘ডিলিটেড’ অর্থাৎ মৃত বলে দেখান হয়েছে। বিপাকে পড়েছেন পেশায় পরিযায়ী শ্রমিক ৫৫ বছরের প্রৌঢ় বাবুরাম কর্মকার।
জানা গিয়েছে, ২o১৩ সালে বাবুরামের ভাইয়ের মৃত্যু হয়। অভিযোগ, ভাইয়ের বদলে দাদা বাবুরামকে মৃত বলে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। মৃত ভাইয়ের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে বলে তাঁর দাবি। মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-১ পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাবুরামের অভিযোগ, ‘আমি দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করি। কখন আমার নাম বাদ পড়েছে জানতে পারিনি। এর পরে ভোটার তালিকায় নাম তোলার জন্য বার বার করে ঘুরেও নাম ওঠেনি।’ ফলে ২০২৪ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে তিনি এনিউমারেশন ফর্মও পাননি।
advertisement
তিনি এও জানান, ২০১৪ সালে শেষ বারের মতো ভোট দিয়েছেন। এর পরে আর ভোট দেননি। এখন ভোটার তালিকায় নাম তোলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বাবুরাম কর্মকার। মুর্শিদাবাদ জেলা প্রশাসন জানিয়েছে, ” বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কী কারণে নাম বাদ গিয়েছে, তাও খতিয়ে দেখা হবে। অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও জানা গিয়েছে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
Jan 06, 2026 2:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভাইয়ের বদলে দাদা 'মৃত', ভোটার তালিকায় নাম তুলতে হন্যে মুর্শিদাবাদের বাবুরাম







