Murshidabad News: অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে এ কাকে ঘরে আনলেন স্বামী! অবাক স্ত্রী বসলেন ধর্নায়! মুর্শিদাবাদে চমকপ্রদ ঘটনা

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরে চমকপ্রদ ঘটনা।

বাড়ির সামনে গৃহবধূ 
বাড়ির সামনে গৃহবধূ 
মুর্শিদাবাদ: এ কী কাণ্ড ঘটল ডোমকলে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দ্বিতীয় বিয়ে করল স্বামী। সন্তান নিয়ে প্রথম পক্ষের স্ত্রী বাড়ি ফিরতেই গেটে তালা ঝুলিয়ে চম্পট। মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরের ঘটনা।
মানিকনগরের নুরাবুল আলমের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় পানিপিয়ার এক যুবতীর। নুরাবুল এক বছর আগে সন্তান হওয়ার জন্য তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠায়। অন্তঃসত্ত্বা স্ত্রী বাপের বাড়ি থাকতেই এ দিকে গুনধর স্বামী এক কান্ড ঘটিয়ে বসেন। বর্তমানে আট মাসের পুত্র সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি আসতেই জানতে পারে নুরাবুল চুপিসারে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নতুন বৌ এনেছে। আর তাতেই মাথায় বজ্রপাত গৃহবধূর।
advertisement
আরও পড়ুন: ইরানে ‘মীরজাফর’, মোসাদকে খোলা মাঠ করে দেয় তারাই! দেশের ভিতরের সেই ‘শত্রুকে’ খুঁজছেন খামেইনি! কে সেই মির্জা জানেন? চমকে উঠবেন
advertisement
গৃহবধূর অভিযোগ, পেশায় রাজমিস্ত্রির কর্মরত মানিকনগরের নুরাবুল আলমের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় আমার। নুরাবুল এক বছর আগে সন্তান হওয়ার জন্য তার আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বর্তমানে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। সন্তানের বয়স আট মাস। আজকে আমি বাড়িতে এসে জানতে পারি আমার স্বামী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অন্য এক যুবতীর সঙ্গে। যা আমি জানতেই পারিনি। দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নতুন বউ তোলেন নুরাবুল। আর তাতেই ছি ছি করছে এলাকাবাসী।
advertisement
অন্যদিকে বৃহস্পতিবার সন্তান কোলে করে স্বামীর বাড়িতে এসে পৌঁছায় প্রথম স্ত্রী। গেটে তালা ঝুলিয়ে দিয়ে চম্পট দেয় স্বামী। স্ত্রীর অধিকার চেয়ে বাড়ির সামনে ধর্নায় বসেন ওই গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
—কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে এ কাকে ঘরে আনলেন স্বামী! অবাক স্ত্রী বসলেন ধর্নায়! মুর্শিদাবাদে চমকপ্রদ ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement