Murshidabad News: গভীর রাতে হুড়মুড় করে ঢুকল পুলিশ! সর্বনাশ! ডোমকলে এ কী উদ্ধার হল! অবাক হয়ে গেল পুলিশও

Last Updated:

Murshidabad News: ধৃতদের নাম আরব আলি ওরফে বদর শেখ (৪০), বাড়ি ডোমকল থানার পশ্চিম কুচিয়ামোড়া এলাকায়।

ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার একজন
ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার একজন
মুর্শিদাবাদ: হঠাৎ ডোমকলে এ কী উদ্ধার করল পুলিশ। পুলিশ যেতেই যা উদ্ধার হল তা রীতিমতো চাঞ্চল্যকর। ডোমকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। যা বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে একজনকে।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোড়া এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ সহ এক জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আরব আলি ওরফে বদর শেখ (৪০), বাড়ি ডোমকল থানার পশ্চিম কুচিয়ামোড়া এলাকায়।
advertisement
advertisement
রবিবার গভীর রাতে ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম কুচিয়ামোড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ। তারপর আরব আলিকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ।
advertisement
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গুলি বিহারের মুঙ্গেরের তৈরি। ধৃতকে ১৪ দিনের জন্য হেফাজতে চাইবে পুলিশ। তবে ধৃত ব্যক্তি কী কারণে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাড়িতে মজুত করছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।
advertisement
—-কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গভীর রাতে হুড়মুড় করে ঢুকল পুলিশ! সর্বনাশ! ডোমকলে এ কী উদ্ধার হল! অবাক হয়ে গেল পুলিশও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement