Murshidabad News: গভীর রাতে হুড়মুড় করে ঢুকল পুলিশ! সর্বনাশ! ডোমকলে এ কী উদ্ধার হল! অবাক হয়ে গেল পুলিশও
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: ধৃতদের নাম আরব আলি ওরফে বদর শেখ (৪০), বাড়ি ডোমকল থানার পশ্চিম কুচিয়ামোড়া এলাকায়।
মুর্শিদাবাদ: হঠাৎ ডোমকলে এ কী উদ্ধার করল পুলিশ। পুলিশ যেতেই যা উদ্ধার হল তা রীতিমতো চাঞ্চল্যকর। ডোমকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। যা বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে একজনকে।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোড়া এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ সহ এক জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আরব আলি ওরফে বদর শেখ (৪০), বাড়ি ডোমকল থানার পশ্চিম কুচিয়ামোড়া এলাকায়।
আরও পড়ুন: হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে সব শেষ! হায়দরাবাদে মৃত্যুমিছিল, আহত বহু! কী ঘটল জানেন? শিউরে উঠবেন শুনে
advertisement
advertisement
রবিবার গভীর রাতে ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম কুচিয়ামোড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ। তারপর আরব আলিকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ।
advertisement
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গুলি বিহারের মুঙ্গেরের তৈরি। ধৃতকে ১৪ দিনের জন্য হেফাজতে চাইবে পুলিশ। তবে ধৃত ব্যক্তি কী কারণে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাড়িতে মজুত করছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।
advertisement
—-কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গভীর রাতে হুড়মুড় করে ঢুকল পুলিশ! সর্বনাশ! ডোমকলে এ কী উদ্ধার হল! অবাক হয়ে গেল পুলিশও