আউটডোরে টিকিট কাটলে খাবারের কুপন ! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে খাবারের ব্যবস্থা !

Last Updated:

হোটেল বন্ধ থাকায় রোগীর আত্মীয়রা খাবার পাচ্ছিলেন না।

#মুর্শিদাবাদ: হাসপাতালের আউটডোরে টিকিট কাটলেই মিলছে অতিরিক্ত একটা কুপন। যে সমস্ত রোগীরা ভর্তি আছে তাদের আত্মীয়দেরও দুবেলা করে কুপন পৌঁছে যাচ্ছে সকাল বেলাতেই। টানা ২১ দিন ধরে চলছে এইভাবে পরিষেবা। লকডাউন এর জেরে সমস্ত হোটেল বন্ধ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছে তাদের আত্মীয় ও আউটডোরে যারা চিকিৎসা করতে আসছেন তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করেছে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন।
হোটেল বন্ধ থাকায় রোগীর আত্মীয়রা খাবার পাচ্ছিলেন না। সমস্যাতে পড়তে হচ্ছিল আউটডোরে আসার রোগীদেরও। তাদের কথা ভেবে দিন ও রাত্রি দু বেলাতেই পেট পুরে খাওয়ানো হচ্ছে সভাধিপতি তত্ত্বাবধানে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রতিদিনই বাইরে থেকে প্রতিদিনের কয়েক হাজার রোগী আসেন। এছাড়াও মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন কয়েকশো রোগী । মুর্শিদাবাদ জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও রোগীরা আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। হঠাৎ করে লক ডাউন হয়ে যাওয়াই রোগীর আত্মীয়রা সমস্যায় পড়েছিলেন। তাদের কথা ভেবেই প্রতিদিন দুবেলা করে প্রায় ২০০০ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন সভাধিপতি। মোশারফ হোসেন বলেন, রোগীর আত্মীয়দের কথা ভেবে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুবই সমস্যায় পড়েছিল। মানুষগুলো উপকৃত হচ্ছে এটাতেই পরম তৃপ্তি।
advertisement
PRANAB KUMAR BANERJEE
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আউটডোরে টিকিট কাটলে খাবারের কুপন ! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে খাবারের ব্যবস্থা !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement