Durga Puja 2025: ১০৮ মহিলাকে পদ্ম ও শাড়ি দিয়ে বরণ! দুর্গাপুজোয় আলাদা চমক মুর্শিদাবাদের 'এই' মণ্ডপে

Last Updated:

বর্তমানে নারী অবহেলা নয়। চতুর্থীর সন্ধ্যায় নারী শক্তিকে বরণের মধ্যে দিয়ে চমক দিয়ে উদ্বোধন করা হল এবছরের মাতৃ প্রতিমা।

+
মাতৃ

মাতৃ আরাধনায় নারী বরণে চমক দিল জেমো ইন্দ্রতলা দুর্গাপুজো কমিটি

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বর্তমানে নারী অবহেলা নয়। চতুর্থীর সন্ধ্যায় নারী শক্তিকে বরণের মধ্যে দিয়ে চমক দিয়ে উদ্বোধন করা হল এবছরের মাতৃ প্রতিমা। ফুটিয়ে তোলা হল সাবেকি প্রতিমাতে। মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে একটি মন্দিরের আদলে।
মুর্শিদাবাদ জেলার জেমো ইন্দ্রতলা দুর্গাপুজো প্রতিবছর প্রতিমাতে চমক দিয়ে থাকে। এবছর উদ্বোধনের আগেই ১০৮ জন মহিলাকে পদ্ম ও শাড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়। যা ছিল মূল আকর্ষণ। বর্তমানে অনেক জায়গাতে যখন নারী নির্যাতন চলে তখন নারী শক্তি প্রাধান্য পেয়েছে এই পুজো মণ্ডপে। ফলে সাধারণ মানুষ যেন সচেতন থাকেন নারীদের প্রতি সম্মান দিতেই নারী শক্তি মধ্যে দিয়েই সাবেকি প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমাতে।
advertisement
advertisement
শিল্পী অসীম পালের হাতে ফুটে উঠেছে এই দেবী দশভুজা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। বহরমপুরের খাগড়ার স্বর্গধাম এলাকার প্রতিমা শিল্পী অসীম পাল বরাবরই ১২-১৩টি প্রতিমার বরাত পান। তিনি মুর্শিদাবাদ জেলার অন্যতম সেরা মৃৎশিল্পী হিসেবেই পরিচিত। তার হাতের প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে দেবী মুর্তি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাবের অন্যতম সদস্য অমিত ধর জানিয়েছেন, “প্রতি বছর থিম ফুটিয়ে তোলা হয়। কিন্তু এলাকার শহরবাসী দাবি ছিল সাবেকি প্রতিমা যেন তৈরি করা হয়। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই সাবেকি প্রতিমা তৈরি করা হয়েছে। এছাড়াও এলাকার ১০৮জন নারীকে সম্মান জানাতেই আমরা পদ্ম ফুল দিয়ে ও শাড়ি দিয়ে ঐতিহ্য পরম্পরা হিসেবে বরণ করে নিয়েছি। শুধু মাত্র নারী শক্তিকে প্রাধান্য দিতেই আমাদের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ১০৮ মহিলাকে পদ্ম ও শাড়ি দিয়ে বরণ! দুর্গাপুজোয় আলাদা চমক মুর্শিদাবাদের 'এই' মণ্ডপে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement