Murshidabad: পুলিশের মানবিক উদ্যোগ, 'অন্ধকার' পরিবারের মুখে হাসির ঝলক, ধন্য ধন্য করছে সকলে

Last Updated:

পুলিশের মানবিক উদ্যোগ। মুখে হাসি ফুটল পরিবারের।

+
লালগোলা

লালগোলা পুলিশের মানবিক উদ্যোগে চলছে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ

লালগোলা, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ছিল না দীর্ঘদিন ধরে কোন বিদ্যুৎ পরিষেবা। অবশেষে উদ্যোগ গ্রহণ করল পুলিশ। ঘরে এল বিদ্যুৎ পরিষেবা। সৌজন্যে লালগোলা থানার পুলিশ। লালগোলা থানার মানিকচক অঞ্চলের ইলিশ মারি গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি জহিরুল শেখ নিজের পরিশ্রমের টাকায় একটি জমি কিনে টিনের ঘর তৈরি করেছিলেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় পরিবারটি অন্ধকারে জীবনযাপন করছিল। স্ত্রী এবং পুত্র সন্তান নিয়ে জহিরুলের সংসার।
প্রতিবেশী এক জমির মালিকের বিরোধিতার কারণে তাঁদের বাড়িতে বিদ্যুৎ পোল বসানো হচ্ছিল না, এমনকি হামলার শিকার হতে হচ্ছিল পরিবারটিকে। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে না ছিল বিদ্যুৎ। না ছিল সরকারি কোনও সাহায্য। ঘরের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারে না। কুপি জ্বালিয়ে রাত পার করেছেন তাঁরা। এমন জীবন যেন কল্পনাকেও হার মানায়।
advertisement
আরও পড়ুনঃ মালদহে ফুঁসছে গঙ্গা-ফুলহার! কোটি টাকার বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল, কোথায় আশ্রয় মিলবে ভুতনির লক্ষাধিক মানুষের?
এই খবর কানে আসতে আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি লালগোলা থানার ওসি অতনু দাস। নিজে ছুটে গেলেন তিনি। তড়িঘড়ি বিদ্যুতের খুঁটি বসানো-সহ তার সংযোগ, সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করলেন তিনি। পুলিশ যে মানুষের পাশে তার সদর্থক বার্তা দিয়েছেন অতনুবাবু।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, জহিরুলের স্ত্রী সাহিনা বিবি লালগোলা থানায় গিয়ে এসআই অতনু দাসের কাছে সহায়তা চান। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে সকালেই ইলেকট্রিক পোল বসানোর কাজ সম্পন্ন করে। শীঘ্রই তাঁদের ঘর আলো-পাখায় মুখরিত হবে। এই উদ্যোগে গ্রামবাসী-সহ জহিরুলের পরিবার লালগোলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পুলিশের এমন মানবিক ভূমিকা স্থানীয়দের মনে আশা জাগিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: পুলিশের মানবিক উদ্যোগ, 'অন্ধকার' পরিবারের মুখে হাসির ঝলক, ধন্য ধন্য করছে সকলে
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement