Murshidabad News: হরিহরপাড়ায় টানা বৃষ্টিতে জল থই থই! ঘরে ঢুকল জল, বিভিন্ন জায়গায় ভেঙে পড়ল বাড়ি
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
টানা বৃষ্টিতে জলমগ্ন বাড়ি ঘর থেকে দোকান। বাড়িতে হাঁটু সমান জল জমেছে। জল ঢুকেছে ঘরেও। এমনই ছবি হরিহরপাড়া বাজার এলাকায়। ঘুমের মধ্যেই ধসে গেল দেওয়াল! জল থই থই ঘর, আতঙ্কের রাত...! দেখুন ভিডিও
মুর্শিদাবাদ: টানা বৃষ্টিতে একদিকে জল জমে বিপত্তি হরিহরপাড়ায়। এমনকি বেশ কিছু জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়ল। প্রবল বর্ষণের কারণে নাজেহাল হরিহরপাড়া সহ মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা।
জানা গিয়েছে, টানা বৃষ্টিতে জলমগ্ন বাড়ি ঘর থেকে দোকান। বাড়িতে হাঁটু সমান জল জমেছে। জল ঢুকেছে ঘরেও। এমনই ছবি হরিহরপাড়া বাজার এলাকায়। শনিবার থেকে নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। একটানা চলছে বৃষ্টি। কখনও আসতে কখনও আবার মাঝারি বৃষ্টি চলছে। এরই মাঝে বৃষ্টির জমা জলে জলমগ্ন হরিহরপাড়া বাজার এলাকায় বেশ কিছু বাড়িতে।
advertisement
advertisement
হাইড্রেন বন্ধ থাকায় বৃষ্টির জমা জল ঢুকেছে ঘড়ের মধ্যেও। জম জলের মধ্যেই থাকছে হচ্ছে বাসিন্দাদের। শুধু যে এবার এমনটা হল তা নয় গত কয়েক বছর ধরেই এমনই ছবি এখানকার। বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। নিজেদের পাম্প চালিয়ে বাড়িতে জমা জল বের করছেন এলাকার বাসিন্দারা। যদিও তাতেও কাজের কাজ হচ্ছে না। বৃষ্টি হলেও ঘরে ঢুকছে জল। যদিও হরিহরপাড়া পঞ্চায়েত প্রধানের দাবি প্রাথমিক ভাবে জল বের করতে পাম্পের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।
advertisement
অন্যদিকে, হরিহরপাড়া ব্লকের শ্রীহরিপুর নব্বইপাড়া এলাকায় উপেন মন্ডল নামে এক ব্যক্তির মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘরে যাবতীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। পাশাপাশি, হরিহরপাড়ার বেনেকোলা এলাকায় রওশন আলী মন্ডল নামে এক ব্যক্তি রাত্রে ঘুমিয়েছিলেন ঘরে, হঠাৎ ঘরের দেওয়াল ভেঙে পড়তে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন।
advertisement
অন্যদিকে, শাহজাদপুর মালিথাপাড়া এলাকায় খলিল শেখ নামে আরও একজনের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের প্রত্যেকের দাবি বারংবার ব্লক ও পঞ্চায়েতে জানিয়ে কোনও কাজ হয়নি। এখনও পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি বলে জানান।
যদিও এই বিষয়ে হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া জানান, ব্লকে কন্ট্রোল রুম খোলা রয়েছে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে ত্রিপল দেওয়া হবে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: হরিহরপাড়ায় টানা বৃষ্টিতে জল থই থই! ঘরে ঢুকল জল, বিভিন্ন জায়গায় ভেঙে পড়ল বাড়ি