মোবাইল রেখে মাঠে যুবরা! প্রশিক্ষণ দিচ্ছে খোদ পুলিশ, উদ্যোগে খুশি সীমান্তের বাসিন্দারা

Last Updated:

পুলিশ মানেই শুধু অপরাধী ধরার ছবি নয়। এবার তার প্রমাণ দিলেন মুর্শিদাবাদের ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাসের হাতে ফুটবল গলায় বাঁশি আর সামনে প্রায় একশত তরুণ।

+
ফুটবল

ফুটবল প্রশিক্ষণ

ডোমকল, কৌশিক অধিকারী: পুলিশ মানেই শুধু অপরাধী ধরার ছবি নয়। এবার তার প্রমাণ দিলেন মুর্শিদাবাদের ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাসের হাতে ফুটবল গলায় বাঁশি আর সামনে প্রায় একশত তরুণ। আর তিনি নিজেই কোচ হয়ে দিচ্ছেন ফুটবল প্রশিক্ষণ। মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর হাইস্কুল মাঠে শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচি। সাগরপাড়া থানার ওসি মহম্মদ খুরশিদ আলমের সহযোগিতায় ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাস প্রতি সপ্তাহে এক থেকে দেড়শো খেলোয়াড়কে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলেছেন। পুলিশের এই ভূমিকায় খুশি সীমান্তের বাসিন্দারা।
ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাস জানান, সীমান্ত এলাকার প্রভাব ও অবৈধ কর্মকাণ্ডে অনেক যুবকের ভবিষ্যৎ বিপন্ন হয়। তাই তাদের মাঠে ফেরাতে ও ইতিবাচক পথে আনার জন্যই এই উদ্যোগ। স্থানীয় মানুষ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং পুলিশের এই মানবিক মুখ দেখে খুশিতে ভরপুর। তিনি আরও জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মোবাইল থেকে মাঠমুখী করতে এবং মেয়েদের স্বাবলম্বী করতে পুলিশের এই উদ্যোগ। সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
advertisement
advertisement
এলাকার যুবকরা ও জানিয়েছেন, মুর্শিদাবাদের ডোমকলের সিআই নিয়মিতভাবে এই ক্লাবের স্থানীয় যুবকদের ফুটবলের প্রশিক্ষণ দিয়ে থাকেন, যা তাদের প্রতিভা ও শৃঙ্খলা গঠনে বিশেষ ভূমিকা রাখছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
জেলা পুলিশ জানিয়েছে, এমন উদ্যোগের মাধ্যমে মানুষের সঙ্গে যুক্ত হতে পেরে ও তাদের পাশে দাঁড়াতে পেরে মুর্শিদাবাদ জেলা পুলিশ গর্বিত l
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইল রেখে মাঠে যুবরা! প্রশিক্ষণ দিচ্ছে খোদ পুলিশ, উদ্যোগে খুশি সীমান্তের বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement