Bus Accident: যাত্রীবাহী বাস-লরির সংঘর্ষ! ভয়ঙ্কর দুর্ঘটনা মুর্শিদাবাদে, আহত অনেক
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad Bus Accident: মুর্শিদাবাদের আমতলা-বহরমপুর রাজ্য সড়কের নওদা থানার অন্তর্গত মধুপুরে বুধবার সকালে ঘটে গেল একটি দুর্ঘটনা।
প্রণব কুমার ব্যানার্জি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের আমতলা-বহরমপুর রাজ্য সড়কের নওদা থানার অন্তর্গত মধুপুরে বুধবার সকালে ঘটে গেল একটি দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই ট্রাকটি আবার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও খালাসি-সহ একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ট্রাকের সামনের অংশের কাঁচ ভেঙে চালক ও খালাসিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ২ লক্ষ ব্যাগ, ১৬ হাজার বোতল, ৩৫০ কেজি প্লাস্টিক দিয়ে মুর্শিদাবাদে তৈরি নতুন রাস্তা! টিকবে বহু কাল
advertisement
সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও ঘন কুয়াশা ঢেকেছিল বিভিন্ন এলাকা। কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল কম। কুয়াশার কারণেই কি দুর্ঘটনা, নাকি দুর্ঘটনার পিছনে রয়েছে অন্যকোনও কারণ তা খতিয়ে দেখার কাজ চালাচ্ছে পুলিশ। নওদার মধুপুরের এদিনের বাস দুর্ঘটনায় আহত কমকরে ১০ জন বলেই জানা গিয়েছে। যদিও প্রাণহানির খবর নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে একই দিনে আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী এক যুবক। বুধবার ভোরের দিকে রাহুল নামে এক যুবক ও তার সঙ্গী সুমন দাস সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক সক্ষমতা বাড়াতে জাতীয় সড়কের পাশে দৌড়চ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি এসে তাদের ধাক্কা দেয়। এই দুর্ঘটনাতেই মৃত্যু হয় রাহুলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 24, 2025 2:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Accident: যাত্রীবাহী বাস-লরির সংঘর্ষ! ভয়ঙ্কর দুর্ঘটনা মুর্শিদাবাদে, আহত অনেক








