#কলকাতা: ‘দিদিকে বলো' নম্বরে ফোন করে ২০ দিনের মাথায় সমস্যার সমাধান পেলেন পৌরসভার অবসরপ্রাপ্ত সাফাই কর্মী।অবসরের পর পেনশন চালু হলেও মিলছিল না গ্র্যাচুয়িটির টাকা। বেশকয়েকবার পৌরসভায় ঘুরে কোনও সুরাহা না হওয়ায় অবশেষে দিদিকে বলো নম্বরে ফোন করেন অবসরপ্রাপ্ত সাফাই কর্মী বাদলী দাস নামের বৃদ্ধা।
সপ্তাদুয়েক আগেই দিদিকে বলো নম্বর ফোন করে সমস্যার কথা জানান বাদলী দেবী। এরপরই দিদিকে বলো নম্বর থেকে ফোন আসে বাদলী দেবীর কাছে। অবসরপ্রাপ্ত সাফাই কর্মীর দাবি, এরপর তাকে ফোন করে সমস্ত তথ্য জানতে চাওয়া হয়। এরপর পৌরসভায় গিয়ে খোঁজ নিতে বলা হয় ।ওই নম্বরে ফোন করার প্রায় কুড়ি দিনের মাথায় সমস্যার সমাধান হয়।
পৌরসভায় ঘুরে ঘুরে কিছু না হলেও দিদিকে বলো ফোন করে সমস্যার সমাধান হওয়ায় খুশি।