বন্ধুদের সঙ্গে নিয়ে মুকুটমণিপুর, ভয়ঙ্কর বাইক স্টান্ট! বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২১ এর মনোজিৎ মাহাত। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি হলুদকানালিতে এসেছিলেন। সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুটমণিপুর বেড়াতে যান।
মুকুটমণিপুর: মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। রবিবার সন্ধ্যার ঘটনাটি ঘটে মুকুটমণিপুর কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় ৭৮ নম্বর লাইট পোস্টের সামনে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২১ এর মনোজিৎ মাহাত। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি হলুদকানালিতে এসেছিলেন। সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুটমণিপুর বেড়াতে যান।
advertisement
অভিযোগ, জলাধারের পাড়ের রাস্তা ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিল তারা। আচমকাই বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের ল্যাম্পপোস্টের পিলারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় যুবকের শরীর। মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার। খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 11:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুদের সঙ্গে নিয়ে মুকুটমণিপুর, ভয়ঙ্কর বাইক স্টান্ট! বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

